তারিকুল ইসলাম
মাগুরার শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন উপজেলা বিভিন্ন ইউনিয়নে অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন। গত মঙ্গলবার উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন,বুনাগাতি ইউনিয়ন, আড়পাড়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের গরিব অসহায় মানুষের মাঝেও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পিআইও মোঃ লালটু মিয়াসহ অনেকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বনি আমিন বলেন, সরকারিভাবে বরাদ্দের এই কম্বল বিভিন্ন ইউনিয়নের, একেবারেই অসহায়, গরিব , বয়স্ক ও এতিমদের মাঝে বিতরণ করা হচ্ছে এবং পরবর্তীতে আরো দেয়া হবে।