রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চবি ভিপি ইব্রাহিম রনিকে বড়াইগ্রামে গণসংবর্ধনা কুড়িগ্রাম–১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে নাগেশ্বরীতে বিক্ষোভ যশোর শিক্ষা বোর্ডের এইচএসসির খাতাপুনঃনিরীক্ষায় ২১৭ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন রাজবাড়ীর রাস্তায় প্রাণ গেল স্বপ্নবাজ ১৯ বছরের পলাশ কাজীর কেন্দুয়ায় জমি রেজিস্ট্রি করে না দিয়ে দখলের চেষ্টা ও খুনের হুমকি মাগুরার মহম্মদপুর ও শালিখায় নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত বান্দরবানের ইট ভাটার শ্রমিকরা কাপনের কাফর পারে রাস্তা অবরোধ ‎বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ পরিদর্শন ও মুল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-বরিশাল মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও গাছ ফেলে সড়ক অবরোধ চট্টগ্রাম লালদীঘি মাঠে বিশাল জনসভায় বৃহত্তর সুন্নী জোট নেতৃবৃন্দ

মাগুরায় কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবী আদায়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সাজ্জাদ হোসেন / ১৮
Update Time : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

মাগুরায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নির্বাচনের পূর্বেই গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবী আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক নোমানী ময়দান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নোমানী ময়দানে গিয়ে শেষ হয়।
জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন—জামায়াতের সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য এবং যশোর–কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য, মাগুরা-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন; কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের; জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান; জেলা সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান ও মাওলানা মারুফ কারখী; জেলা অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম; জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কবীর হুসাইন; জেলা শুরা সদস্য বি.এম. এরশাদুল্লাহ অহিদ; সদর উপজেলা আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ ফারুক হুসাইন; পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম; ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখার সেক্রেটারি মোঃ কুতুবউদ্দিন; শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে মিছিলটি ভায়নার মোড়ে সমাবেশে রূপ নেয়। জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন—মাগুরা–১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন, মাগুরা–২ আসনের প্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, সদর উপজেলা আমীর সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, পৌর আমীর সহকারী অধ্যাপক আশরাফুল আলম, শিবির জেলা সেক্রেটারি মোঃ কুতুবউদ্দিনসহ আরও অনেকে।
বক্তারা বলেন—আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিয়ার পদ্ধতিতে আয়োজন করতে হবে, নির্বাচনের পূর্বেই গণভোট দিতে হবে এবং জুলাই সনদসহ কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবী দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category