বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন তৃতীয় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক ০১ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।প্রশিক্ষণের শুরুতেই স্বাগত বক্তব্য ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার, রিসোর্স পার্সন ও প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রকল্পের ৩য় পর্যায়ের হরিপুর উপজেলা সমন্বয়কারী মো. মিজানুর রহমান ।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০:০০ টায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।প্রশিক্ষণে হরিপুর উপজেলার ছয়টি ইউনিয়ন হতে মোট ১৬ জন ও প্রশিক্ষণনার্থী উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের শুরুতে পরিচয় পর্ব, প্রশিক্ষণের উদ্দেশ্য নীতিমালা, ডিএমআইই পদ্ধতির তথ্য প্রবাহ, বাস্তবায়ন, ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা পর্যায়ের কাজ, গ্রাম আদালতে অভিযোগ গ্রহণ, নিষ্পত্তির ত্রৈমাসিক অগ্রগতি, প্রতিবেদন ফরম পরিচিতি, প্রয়োজনীয় তথ্যের উৎস, ইউনিয়ন ভিত্তিক নমুনা রেজিস্টার পর্যালোচনা, ইউনিয়ন পরিষদের ত্রৈমাসিক অগ্রগতির প্রতিবেদন প্রস্তুত করুন, দলীয় উপস্থাপনা, ডিএমআইই পদ্ধতির বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা হিসাব সহকারী, কাম-কম্পিউটার অপারেটরের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন গ্রহণ করা হয়েছে পরিশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বিকাল সাড়ে ৪.০০ ঘটিকায় এ প্রশিক্ষণ শেষ হয় ।অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেছেন হরিপুর উপজেলা সমাজসেবা অফিসার (অঃদাঃ) মো. আব্দুর রহিম।