রাজবাড়ীতে একটি হৃদয় ভেঙে দেওয়া দুর্ঘটনায় পলাশ কাজী (১৯) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা সাগর এগ্রো ফুড লিমিটেড এলাকায় অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিলে ঘটনাটি ঘটে।
পলাশ কাজী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের ছাকেন কাজীর ছেলে। পরিবার ও পরিচিতরা জানায়, সে পড়ালেখা ছেড়ে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছিল।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছে সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (ওসি) মো. সাজ্জাদ হোসেন এই মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে, ট্রাকটি এখনও চিহ্নিত করা যায়নি।
স্থানীয়রা বলছেন, পলাশ ও তার বন্ধু নিরব মোটরসাইকেল যোগে বাগমারা মোড় থেকে চন্দনী এলাকায় যাচ্ছিলেন। তখন সাগর রাইস মিলের কাছে পংশা থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। আহত নিরব পাটোয়ারী (১৮) বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পলাশের মমত্ববোধপূর্ণ স্বপ্ন, ভবিষ্যতের আকাঙ্ক্ষা এবং পরিবারের চোখের সামনে তিনি এক অনিশ্চিত যাত্রায় থেকে ফিরে এলেন শুধু শোক আর নীরবতায়।
পুলিশ ঘটনায় আইনগত সদস্য গ্রহণ করেছে এবং তদন্ত চলছে, ঘাতক ট্রাক চালক নির্ধারণের জন্য অনুসন্ধান অব্যাহত আছে।