যশোর শিক্ষা বোর্ডের এইচএসসির খাতা পুনঃনিরীক্ষর ফলাফল রোবার প্রকাশ করা হয়েছে। এতে ২১৭ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন করা হয়েছে। ফেল করা থেকে পাস করেছে ৫৪, বিভিন্ন গ্রেড থেকে জিপিএ -৫ পেয়েছে ৭২ পরীক্ষার্থী।
বোর্ড সূত্র জানায়, ১৬ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে যারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া থেকে বঞ্চিত হয়, সেসব পরীক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষার আবেদন করে। বোর্ড কর্তৃপক্ষ নিরীক্ষক দিয় আবেদনকারীর খাতা পুনঃনিরীক্ষা করে ফলাফল প্রকাশ করে। এতে করে ফেল করা থেকে ৫৪ পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ -৫ পেয়েছে ৭২ জন।
এ থেকে জিপিএ -৫-৬৭, এ মাইনাস থেকে জিপিএ -৫ ৩, এ গ্রেড ৪৬, বি গ্রেড থেকে জিপিএ -৫ ১, এ গ্রেড ৩, এ মাইনাস -২২,সি গ্রেড থেকে এ গ্রেড ২, এ মাইনাস -২, ডি গ্রেড থেকে বি ১, সি গ্রেড ৪, এফ থেকে জিপিএ -৫-১, এ মাইনাস -৪, বি -২৪, সি ৪, ও ডি গ্রেড পেয়েছে ২১ পরীক্ষার্থী।