শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বান্দরবানে প্রয়াস এর ১০ম তম এজিএম-২০২৫ইং অনুষ্ঠিত দিনাজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ধর্মিয় আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জিশুক্রিষ্টের জম্মদিন চাঁদাবাজির বিরুদ্ধে জনরোষ: পাংশায় ‘সম্রাট বাহিনী’র প্রধান নিহত, অস্ত্রসহ সহযোগী আটক ৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব, প্রাণ গেল কৃষকের ইফফাত জারিন ফাউন্ডেশন কর্তৃক ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন যহির উদ্দীন আহমেদ ‎হরিপুরে শিক্ষক কর্মচারীর কো-অপারেটিভ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শাজাহানপুরে ‘ডেভিল হান্ট ফেজ ২’ অভিযানে গ্রেফতার ২ চট্টগ্রাম মহানগরী জামায়াতের মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত নাটোর-১ আসনে জটিল সমীকরণ

চট্টগ্রাম মহানগরী জামায়াতের মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

আহমদ উল্লাহ      / ২০
Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন

শহীদ শরিফ উসমান হাদির খুনিচক্রের বিচার নিশ্চিত করা ছাড়া স্বস্তির পরিবেশ ফিরবে না-মুহাম্মদ নজরুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন,
শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন বাংলাদেশের ক্ষণ জন্মা নেতৃত্ব। মাত্র বত্রিশ বছরের সেই সাহসী যুবকের আগুনঝরা বক্তব্য  সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক বন্দোবস্তকে নাড়া দিয়েছে। চব্বিশের জুলাই শহিদদের মর্যাদা ও অধিকার রক্ষা, ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং আধিপত্যবাদ বিরোধী সক্রিয় রাজনীতির আইকন হয়ে উঠেছিলেন তিনি।
আজ বুধবার (সকাল ১০ টায়) দেওয়ানবাজারস্থ চট্টগ্রাম মহানগরীর কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার পর পরই প্রকাশ্য দিবালোকে একজন সংসদ সদস্য পদপ্রার্থীর নৃশংস হত্যাকাণ্ড দেশের নিরাপত্তা ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করেছে। চিহ্নিত খুনিচক্র দেড়মাসেও গ্রেফতার না হওয়া, খুনির ব্যাংক একাউন্টে অস্বাভাবিক লেনদেন এবং একের পর এক গুপ্ত হত্যাকাণ্ড দেশের গোয়েন্দা ব্যবস্থার সক্ষমতাকেই প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।
তিনি আরও বলেন, শহীদ হাদির হত্যাকারীদের বিচার, দেশব্যাপী সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র  উদ্ধারের দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ৩ জানুয়ারি শনিবার মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার জন্য চট্টগ্রামবাসীসহ দেশবাসীকে আহবান জানান।
মহানগরী আমীর বলেন, শহীদ শরিফ উসমান হাদির খুনিচক্রের বিচার নিশ্চিত করাসহ চোরাগুপ্তা হামলাকারী চক্রকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় দেশে স্বস্তির পরিবেশ ফিরে আসবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করে জান-মালের নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে। নির্বাচন বানচাল করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে।
উক্ত অধিবেশন আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরার সদস্য প্রফেসর ড.  আবু বকর রফিক আহমদ,  মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরী সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান ও এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, মুহাম্মদ ইসমাইল ড. আ ম ম মাসরুর হোসাইন, মহানগরীর মজলিসে শূরার সদস্য ড. আব্দুল মোতালেব প্রমুখ।
এতে আরও উপস্থিত ছিলেন
চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরার সদস্য অধ্যক্ষ মুহাম্মদ তাহের, প্রফেসর ড. মাওলানা  সাইয়েদ আবু মুহাম্মদ নোমান, মহানগরী মজলিসে শূরার সদস্য অধ্যাপক লিয়াকত আকতার সিদ্দিকী, মহানগরী কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, মাওলানা মমতাজুর রহমান, আমির হোছাইন, অধ্যাপক মুহাম্মদ নুর, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, মাহমুদুল আলম, ফখরে জাহান সিরাজী, ড. মাহবুবুর রহমান, ফারুকে আজম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর মহিলা জামায়াতের সেক্রেটারি মিসেস ফরিদা খানম, মহানগরী সহকারী সেক্রেটারি মিসেস হাসিনা ইয়াসমিন রীনা, মিসেস আয়েশা পারভিন, মহানগরী সাংগঠনিক সম্পাদিকা মিসেস শিরিন জাহান সহ মহানগরী মজলিসে শূরার মহিলা সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category