শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বান্দরবানে প্রয়াস এর ১০ম তম এজিএম-২০২৫ইং অনুষ্ঠিত দিনাজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ধর্মিয় আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জিশুক্রিষ্টের জম্মদিন চাঁদাবাজির বিরুদ্ধে জনরোষ: পাংশায় ‘সম্রাট বাহিনী’র প্রধান নিহত, অস্ত্রসহ সহযোগী আটক ৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব, প্রাণ গেল কৃষকের ইফফাত জারিন ফাউন্ডেশন কর্তৃক ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন যহির উদ্দীন আহমেদ ‎হরিপুরে শিক্ষক কর্মচারীর কো-অপারেটিভ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শাজাহানপুরে ‘ডেভিল হান্ট ফেজ ২’ অভিযানে গ্রেফতার ২ চট্টগ্রাম মহানগরী জামায়াতের মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত নাটোর-১ আসনে জটিল সমীকরণ

ইফফাত জারিন ফাউন্ডেশন কর্তৃক ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন যহির উদ্দীন আহমেদ

কোহিনূর আলম / ৪৫
Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন

শিক্ষা ও ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্যে গুণী শিক্ষক সম্মাননা – ২০২৫ পেলেন নেত্রকোণার কেন্দুয়ার সাউদপাড়ার বাসিন্দা (অবঃ) শিক্ষক ও মুক্তিযোদ্ধা যহির উদ্দীন আহমেদ ।
ইফফাত জারিন ফাউন্ডেশন কর্তৃক উপজেলা পর্যায়ে তিনিই প্রথম এই ‘গুণী শিক্ষক সম্মাননা’ হিসেবে নির্বাচিত হোন ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ইফফাত জারিন ফাউন্ডেশনের আয়োজনে “গুণী শিক্ষক সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫” উপলক্ষ্যে কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে এই গুণী শিক্ষক ও মুক্তিযোদ্ধার হাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা তুলে দেওয়া হয় ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ) এর অধ্যক্ষ বাবুল আহম্মদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রওশন ইজদানী একাডেমির প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর, কাউরাট দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মো. মুখলেছুর রহমান, গন্ডা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিলোয়ার হোসেন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম প্রমুখ । এছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন ।
যহির উদ্দীন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১০ মে, কিশোরগঞ্জের তাড়াইল থানায় । তাঁর পিতার নাম মিয়া হোসেন, মায়ের নাম হাসিনা আক্তার । শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা যহির উদ্দীন আহমেদ (স্যার) ঢাকা মিরপুরের হযরত শাহ আলী একাডেমি, জাওয়ার উচ্চ বিদ্যালয়, জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয় ও নওপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে ধারাবাহিক দায়িত্ব পালনের পর ১৯৮৩ সালে কেন্দুয়া জয়হরি স্প্রাই উচ্চ বিদ্যালয়ে যোগ দেন এবং ২০০৫ সালে অবসর গ্রহণ করেন তিনি ।
একজন আজীবন শিক্ষক, একজন নীরব আলোকবর্তিকা এবং একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে বর্ণাঢ্য জীবন তাঁর । মহান মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জের তাড়াইল থানার জাওয়ার গ্রাম থেকে তিনি ভারতের মেঘালয়ের মহেশখোলা ক্যাম্পে চলে যান এবং রংড়া ক্যাম্পে যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে কবির কোম্পানির কার্টুন কমান্ডার হিসেবে যুদ্ধে যোগ দেন । ভারত থেকে ট্রলারে বাংলাদেশে প্রবেশ করে পাকিস্তানি বাহিনীর উপর তিনি বিভিন্ন গেরিলা অপারেশন চালাতেন । ধর্মপাশা পাকিস্তানি ক্যাম্পে তিনি ক্যাপ্টেন হামিদের নেতৃত্বে অপারেশন চালান । ক্যাম্প আক্রমণ করার পর সারারাত তুমুল যুদ্ধের শেষে ভোরবেলায় রাজাকাররা লাশ ফেলে নেত্রকোণায় পালয়ে যায় । মদন, তাড়াইল এবং করিমগঞ্জের অপারেশনে ভারতীয় ক্যাপ্টেন চৌহান-এঁর নির্দেশে একরামপুর রেললাইনের ধারে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের সাথে তুমুল যুদ্ধ অংশগ্রহণ করেন তিনি । বাংলাদেশ ১৬ ডিসেম্বর স্বাধীন হলেও কিশোরগঞ্জ স্বাধীন হয়েছিলো ১৭ ডিসেম্বর এবং বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দল নিয়ে যহির উদ্দীন আহমেদ কিশোরগঞ্জ দখল করেন । যুদ্ধ শেষ হওয়ার প্রায় ০১ (এক) মাস পর ময়মনসিংহের এসপি মোতালেবের নিকট তিনি অস্ত্র জমা দেন এবং যুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানির নিকট থেকে মুক্তিযোদ্ধার সনদপত্র লাভ করেন তিনি ।
ইফফাত জারিন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সহসভাপতি আসাদুজ্জামান খান পাঠান ও বৃত্তি প্রদান কমিটির আহ্বায়ক মো. আনোয়ার উদ্দিন হীরনের সঞ্চালনায়, অনুভূতি জানাতে গিয়ে শিক্ষক ও মুক্তিযোদ্ধা যহির উদ্দীন আহমেদ বলেন, এই সম্মান পেয়ে আমি সত্যিই আনন্দিত । এই ফাউন্ডেশনের আমি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি । তিনি আরও বলেন, এমন সুযোগ এবং সহায়ক পরিবেশ পেলে শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, সমাজ ও রাষ্ট্রকেও পরিবর্তন করতে পারে ।
ইফফাত জারিন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও মুখ্য আলোচক প্রকৌশলী এমদাদুল হক বলেন, টানা তৃতীয় বছরের মতো এই ফাউন্ডেশনের আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করে আসছি । এ বছরের মতো আগের বছরগুলোতেও বিশ (২০) জন করে দরিদ্র ও কৃতি শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি দেয়ার চেষ্টা করেছি  । তবে এ বছরঃ প্রথম গুণী শিক্ষক সম্মাননা দিচ্ছি । ভবিষ্যতে এই ফাউন্ডেশনের কলেবর আরো বৃদ্ধি করার পরিকল্পনার কথাও জানান তিনি ।
প্রধান অতিথি অধ্যক্ষ বাবুল আহম্মদ বলেন, “গুণী শিক্ষক সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫” নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ । গুণী শিক্ষক ও দরিদ্র – মেধাবী শিক্ষার্থীদের জন্যে আয়োজিত অনুষ্ঠানে থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগলো ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category