বান্দরবানের যুবক, ডাক্তার, ইন্জিনিয়ার, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ীদের সংগঠন ‘প্রয়াস’ এর উদ্যোগে বান্দরবান প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রয়াস এর নেতৃত্ব দেন চেয়ারম্যান মোঃ আবদুস সাত্তারের সভাপতিত্বে এজিএম-২৫ অনুষ্ঠিত হয়।
প্রয়াস এর নির্বাহী পরিচালক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় এজিএম এ আরো বক্তব্য রাখেন প্রয়াস এর নির্বাহী পরিচালক (অর্থ) আবু তাহের, নির্বাহী পরিচালক এড. মো: আবু জাফর ও নির্বাহী পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম প্রমূখ। উক্ত এজিএম প্রয়াস এর ৫০ জন ডাইরেক্টরদের মধ্যে অধিকাংশ উপস্থিত ছিলেন।
প্রয়াস এর বার্ষিক প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন পেশ করেন এবং আগামী দিনের প্রস্তাবনা ও পরিকল্পনা পেশ ও পর্যালোচনা করা হয়। পরিশেষে এজিএম এর সভাপতি আবদুস সাত্তার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।