শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বান্দরবানে প্রয়াস এর ১০ম তম এজিএম-২০২৫ইং অনুষ্ঠিত দিনাজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ধর্মিয় আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জিশুক্রিষ্টের জম্মদিন চাঁদাবাজির বিরুদ্ধে জনরোষ: পাংশায় ‘সম্রাট বাহিনী’র প্রধান নিহত, অস্ত্রসহ সহযোগী আটক ৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব, প্রাণ গেল কৃষকের ইফফাত জারিন ফাউন্ডেশন কর্তৃক ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন যহির উদ্দীন আহমেদ ‎হরিপুরে শিক্ষক কর্মচারীর কো-অপারেটিভ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শাজাহানপুরে ‘ডেভিল হান্ট ফেজ ২’ অভিযানে গ্রেফতার ২ চট্টগ্রাম মহানগরী জামায়াতের মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত নাটোর-১ আসনে জটিল সমীকরণ

৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব, প্রাণ গেল কৃষকের

মোঃ মাহিন খান / ৩১
Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন

ঝালকাঠির রাজাপুর উপজেলায় সামান্য বাজির খাতিরে এক কৃষকের প্রাণহানির ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ৫০০ টাকার বাজি ধরে খালে টানা শতবার ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামে ওই কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে রাজাপুর উপজেলার বড়ইয়া বাজারসংলগ্ন একটি খালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্লা উপজেলার বড়ইয়া মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা এবং আনসার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে বাবুল মোল্লা এক বস্তা চাল মাথায় করে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে যান। কনকনে শীতের মধ্যে ভারী বোঝা বহনের কারণে শরীর অতিরিক্ত গরম হয়ে যায় তার। এ সময় বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে তিনি ৫০০ টাকার বিনিময়ে খালে নেমে শতবার ডুব দেওয়ার বাজি ধরেন।
বাজি ধরার পর খালি গায়ে খালে নেমে একটানা ১০০ বার ডুব দেন বাবুল মোল্লা। এ সময় তিনি খালের পাড়ে থাকা লোকজনকে ভিডিও ধারণ করতে নিষেধ করেন। নির্ধারিত ডুব শেষ করে খাল থেকে উঠে পাড়ের রাস্তায় আসতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে কম্বল দিয়ে জড়িয়ে আগুনের তাপ দেন এবং শরীরে গরম তেল মালিশ করেন। তবে অবস্থার দ্রুত অবনতি হলে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবুল মোল্লাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
ঘটনাটিকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, সামান্য বাজি আর মুহূর্তের বেপরোয়া সিদ্ধান্ত একটি পরিবারের সবকিছু কেড়ে নিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category