আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়মনসিংহ জেলার ৯টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে সারাদেশের ২৩৭টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকা অনুযায়ী, ময়মনসিংহের বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীরা হলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে ইমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ (গৌরীপুর): ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে এম. জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে আকতারুল আলম ফারুক, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ-৮ (ভালুকা) আসনে মাজেদ বাবু, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-১১ (ইশ্বরগঞ্জ) আসনে ফখরুদ্দিন বাচ্চু।
তবে ময়মনসিংহ-৪ এবং ময়মনসিংহ-১০ আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তীতে জানানো হবে বলে জানান মহাসচিব।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে বিএনপি নতুন নেতৃত্ব ও তৃণমূল কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয় ঘটিয়েছে।
প্রার্থী ঘোষণার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তারা জানান, জাকির হোসেন বাবলু দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতিতে সক্রিয় ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত।
এদিকে ঘোষণার পরপরই জেলার অন্যান্য আসনেও বিএনপি প্রার্থীদের পক্ষে কর্মীদের প্রস্তুতি ও প্রচারণার তোড়জোড় শুরু হয়েছে।