যশোরের অভয়নগরে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ভবদহ এলাকার ২০ জন নারীকে সেলাইমেশিন প্রদান করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকালে নওয়াপাড়া প্রেসক্লাবে ভবদহ পাড়ের নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্দেশ্যে তিন মাসব্যাপী প্রশিক্ষণ শেষে তাদের হাতে সেলাইমেশিন তুলে দেওয়া হয়েছে।এসময় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দিপু,, অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম নুরুজ্জামান , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডা. আলীমুর রাজীব, সরকারি নোয়াপাড়া কলেজের সাবেক অধ্যক্ষ রবিউল হাসান স্যার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফেরদৌস শান্ত, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি জনাব মুজিবার রহমান, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ প্রিন্স , প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন মামা, ঢাকা থেকে আগত শুভ সংঘ বাংলাদেশের সমন্বয়ক
জাকারিয়া হোসেন , কালের কণ্ঠের অভয়নগর প্রতিনিধি জাহিদ মাসুদ তাজ, নোয়াপাড়া প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ।