সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্যের দাফন সম্পন্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত উলিপুরের সেনা সদস্য মমিনুল ইসলামের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল ৮ দফা দাবিতে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তালা দিল শিক্ষার্থীরা,ক্লাস ও পরীক্ষা বর্জন অভয়নগরে ভবদহ এলাকার ২০ জন নারীকে সেলাইমেশিন প্রদান ফরিদপুরে ২টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার কাঠালিয়ায় লায়ন্স ক্লাব অব ঢাকা ল’ অ্যান্ড জুরিস্টের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ উলিপুরে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে ট্রেন চলাচল

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত উলিপুরের সেনা সদস্য মমিনুল ইসলামের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Md Rezaul Islam / ২০
Update Time : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

জাতিসংঘের আওতায় দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে প্রতিপক্ষের অতর্কিত হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় সারাদেশে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহতদের মধ্যে কুড়িগ্রাম জেলার উলিপুর ও রাজারহাট উপজেলার দুই সেনাসদস্য রয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে হেলিকপ্টারযোগে নিহত দুই সেনাসদস্যের মরদেহ উলিপুর হেলিপ্যাডে পৌঁছায়। এ সময় সেনাবাহিনী ও জেলা-উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শহীদ সেনাদের প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুটি লাশবাহী অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

নিহত সেনাসদস্যরা হলেন— উলিপুর উপজেলার পাণ্ডুল ইউনিয়নের বাসিন্দা শহীদ মমিনুল ইসলাম এবং রাজারহাট উপজেলার ঠাটমারি গ্রামের বাসিন্দা শহীদ শান্ত মণ্ডল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে প্রতিপক্ষের হামলায় তারা শহীদ হন।

মরদেহ গ্রহণকালে উলিপুর হেলিপ্যাডে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. ইবনে সাদিক সিদ্দিক, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও শুভানুধ্যায়ী।

শহীদ সেনাসদস্য মমিনুল ইসলামের মরদেহ উলিপুরে পৌঁছানোর খবরে পুরো উপজেলাজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। এলাকাবাসী জানান, মমিনুল ইসলাম ছিলেন একজন সৎ, বিনয়ী ও দেশপ্রেমিক সৈনিক। দেশের সম্মান রক্ষা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন।

শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপস্থিত প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যে অবদান রাখছেন, তা বিশ্বব্যাপী প্রশংসিত। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

পরে শহীদ সেনাসদস্য মমিনুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৫ বছর ৬ মাস। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category