সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্যের দাফন সম্পন্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত উলিপুরের সেনা সদস্য মমিনুল ইসলামের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল ৮ দফা দাবিতে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তালা দিল শিক্ষার্থীরা,ক্লাস ও পরীক্ষা বর্জন অভয়নগরে ভবদহ এলাকার ২০ জন নারীকে সেলাইমেশিন প্রদান ফরিদপুরে ২টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার কাঠালিয়ায় লায়ন্স ক্লাব অব ঢাকা ল’ অ্যান্ড জুরিস্টের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ উলিপুরে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে ট্রেন চলাচল

ফরিদপুরে ২টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

নাজিম বকাউল / ১৩
Update Time : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

ফরিদপুরে মোটরসাইকেল চোর চক্রের সাত জনকে কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
 শনিবার রাতভর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুটি মোটরসাইকেল সহ তাদের কে গ্রেফতার করা হয়।
রোববার দুপুরে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম  জানান, গত ১৫ দিনে শহরের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি হয়। গত ২০ ডিসেম্বর দুপুরে শহরের রঘুনন্দনপুর এলাকার হালিমা ভিলার নিচতলা থেকে জুনায়িদ হাবিব নামের এক শিক্ষকের ডিসকাভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। সিসি টিভির ফুটেজ দেখে চোর সনাক্তসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ডিসকভার ১২৫ সিসি ও একটি  এ্যাপাসি-৪ ভি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আসামীরা হলো জেলার সদর উপজেলার ইব্রাহীমদী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এনামুল চৌকদার(২৬), শোভারামপুর কবিরের মোড় মহল্লার মৃত সাদেক সরদারের ছেলে সিদ্দিক সরদার(৪০), আলীপুর গোরস্থান সংলগ্ন এলাকার মামুন মোল্যার ছেলে তাসফিক মাহমুদ তামিম(২০) ও সরোয়ার হোসেন সরোর ছেলে আশিকুল ইসলাম অনিক(২২), মৃত ইউনুস শেখের ছেলে রাতুল শেখ(২২), চর মাধবদিয়া গ্রামের আনোয়ার শেখের ছেলে লিয়ন শেখ(২৪), নড়াইল জেলার নড়াগাতি উপজেলার চান্দের চর গ্রামের মুক্তার শেখের ছেলে সাব্বির হোসেন নয়ন ওরফে সাদ্দাম(৩৪)।
অভিযান পরিচালনাকারী এস আই নুর হোসেন জানান, গ্রেফতার হওয়া সাতজন প্রফেশনাল চোর। ওরা নিয়মিতভাবে মোটরসাইকেল ও অটোরিকসা চুরি করে। ওদের কাছে বিশেষ চাবি আছে যেটা যেকোন মোটরসাইকেল চালু করা যায়। এরআগেও এরা পুলিশের কাছে গ্রেফতার হয়েছে। জামিনে বের হয়ে আবারো চুরি করে। আসামীরা প্রাথমিকভাবে এই সকল মোটরসাইকেল চুরি সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
রবিবার দুপুরে মোটরসাইকেল চুরির তিনটি পৃথক মামলায় গ্রেফতারকৃত আসামীদের কে আদালতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category