সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্য শান্ত মন্ডল ও মমিনুল ইসলামকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে।
এর আগে আজ রোববার সকালে ঢাকা সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে কুড়িগ্রামের দুই সেনা সদস্যসহ ৬ জনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সামরিক হেলিকপ্টারে দুপুরে কুড়িগ্রামে তাদের নিয়ে আসা হয়। পরে এ্যাম্বুলেন্স যোগে তাদের নিজ নিজ বাড়ীতে মরদেহ পৌঁছে দেয়া হয়। মরদেহ বাড়ীতে পৌঁছালে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
নিহত সেনা সদস্য শান্ত মন্ডলের বাড়ী রাজারহাট উপজেলার ছাট মাধাই মন্ডলপাড়া গ্রামে। তিনি ২০১৮ সালে বাংলাদেশ সেনা বাহিনীতে সৈনিক পদে যোগ দেন এবং মমিনুল ইসলামের বাড়ী উলিপুর উপজেলার উত্তর পান্ডুল গ্রামে। তিনি ২০০৮ সালে বাংলাদেশ সেনা বাহিনীতে সৈনিক পদে যোগদান করেন।
শান্ত মন্ডলের পরিবারে সন্তান সম্ভবা স্ত্রী ও মা রয়েছে অন্যদিকে মমিনুল ইসলামের স্তী দুই মেয়ে ও মা রয়েছে।