ফরিদপুর জেলা প্রতিনিধি
এ ঘটনায় ২ অন্তঃসত্তা মহিলা, শিশু সহ ৬জন গুরুতর আহত হয়েছে । আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার ( ২৫ শে আগষ্ট) দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল ঈশ্বরদী গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় সোমবার ( ২৬ শে আগষ্ট) ভুক্তভোগী ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে হয়ে এ মামলাটি দায়ের করেন। যার মামলা নং- ০৮। এছাড়া অজ্ঞাত হিসেবে ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সুত্রে জানা যায় , শামা ওবায়েদকে ১ নং হুকুমের আসামি এ মামলায় করা হয়েছে। এছাড়া এ মামলায় ৩৬ জনের মধ্যে নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল (৫০) ও তার ভাই সাবেক ছাত্র নেতা মাসুদুর রহমান তৈয়ব ও রয়েছেন।
মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ( ২২ শে আগষ্ট) রাত ৯টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার সুয়াদী নামক স্থানে সি,সি,বি,এল পাম্পের সামনে। নিহতরা হলো উপজেলার আলগী ইউনিয়নের সুলিনা গ্রামের জিল্লুর মাতুব্বরের ছেলে বাবু মাতুব্বর (২২) এবং একই এলাকার চাংড়া গ্রামের সাত্তার মাতুব্বরের ছেলে প্রবাসী ওবায়দুল রহমান (৩০)। এ ঘটনায় গুরুতর আহত চাংড়া গ্রামের আব্দুর রহিম মাতুব্বরকে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়।
শুক্রবার ( ২৩শে আগষ্ট) চরভদ্রাসন উপজেলার বিএস ডাঙ্গী আইডিয়াল ল্যাবরেটরি স্কুলে ছাত্র-ছাত্রীদের মাঝে এই চারা বিতরণ করা সহ বিএসডাঙ্গী স্বপ্নপুরি খালপার এলাকায় বৃক্ষের চারা রোপন করা হয়। এসময় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন চরভদ্রাসন সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আবু জাফর, পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপদেষ্টা সদস্য মো.রিজাউল ইসলাম জুলু,সহ সাংগঠনিক সম্পাদক তানিয়া ইসলাম।
মঙ্গলবার রাতে ফরিদপুর প্রেসক্লাবের মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতিত্বে এবং সাধারণ মাহবুবুল ইসলাম পিকুল এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এফএম কাইয়ুম জঙ্গি ও সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ।
বুধবার ( ২১ শে আগষ্ট) বিএনপি'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে।সংঘর্ষে নিহত কবির ভুইয়া (৫৫) উপজেলার ছাগলদি গ্রামের আবুল বসার ভূঁইয়ার ছেলে। তিনি বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুলের সমর্থক ছিলেন বলেও জানা গেছে।
বিশ্বস্ত সুত্রে জানা যায় , বিএনপি পন্থী দুই কাউন্সিলর মিনাল , সাগর , বিএনপির সহ সভাপতি আব্দুল লতিফ মিয়া ও সমাজসেবক অধ্যাপক এম এ সামাদ এর সহযোগীতায় মেয়র অমিতাভ বোসকে ফরিদপুর পৌরসভায় প্রবেশের ব্যবস্থা করে দেয় । ঐ সময় মেয়রের সাথে বিশাল গাড়ির বহর ছিল বলে গুঞ্জন উঠেছে ।
সোমবার ( ১৯শে আগষ্ট) দুপুরে বোয়ালমারী উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের স্বজনসহ কয়েকশত এলাকাবাসী অংশ নেন।আধা ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে হত্যাকারীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।