ফরিদপুর জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার ( ২৭ শে জুন) দুপুরে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো: হাফিজুর রহমান এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে প্রেরণ করা হয়।
নিহতের মাথা বিচ্ছিন্ন ও শরীরের বেশীরভাগ মাংস পচে গলে হাড়ঁ বেরিয়ে গেছে। ধারনা করা হচ্ছে কোন দূস্কৃতিকারীরা ১৫/২০ দিন পূর্বে ওই নারীকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রাখে ।
সুত্রে জানা যায় , ঔষুধ কোম্পানী ডাক্তারদের তাদের কোম্পানীর ঔষুধ লেখার জন্য বিভিন্ন ধরনের সুযোগ – সুবিধা দিয়ে থাকেন । সুবিধা সুমুহের মধ্যে রয়েছে – বিদেশ সফর , প্রতি মাসে মোটা অংকের টাকা , এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াতের গাড়ি বহন খরচ , বাড়ির জন্য , ফ্রীজ , কম্পিউটার , নিত্যদিনের বাজার ইত্যাদি উল্লেখযোগ্য । ঔষুধ কোম্পানীর লোকেরা ( রিপ্রেজেন্টিভরা ) ক্লিনিকের সামনে দাড়িয়ে থেকে রোগীদের ব্যবস্থাপত্র যাচাই – বাছাই করে সত্যতা নিশ্চিতের চেষ্টা করে ঔষুধগুলো ঠিক মতো লিখলো কিনা ।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী স্বাধীন পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৮২০০) এর একটি বাস বুধবার (২৬ জুন) সকাল ৯টার দিকে গজারিয়া স্টান্ডে পৌছালে চলন্ত অবস্থায় বাসটি হঠাৎ সড়কের উপর উল্টে যায়।
ফরিদপুরে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। বুধবার (২৬ শে জুন) বেলা ১২ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম জানান, গ্রেপ্তারকৃতরা হলো- নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন লক্ষিপুরা এলাকার মোঃ কবির হোসেন (৪৩), জালাকান্দি এলাকার সাইফুল ইসলাম ওরফে সাঈদ (৪১) ও কাইমপুর এলাকার হৃদয় (৩৫), শরিয়তপুরের ড্যামুডা উপজেলার চর বয়রা এলাকার মোঃ সাইফুল ইসলাম (২৭) ও চরনারায়ণপুর এলাকার ফরহাদ শেখ (৩২) এবং ফরিদপুর সদরের পরমানন্দপুর গ্রামের আতিয়ার শেখ (৩৮)। এরমধ্যে কবির হোসেন, সাইফুল ইসলাম ওরফে সাঈদ ও হৃদয়ের নামে যথাক্রমে ৭, ৯ ও ৫টি করে ডাকাতি মামলা রয়েছে ।
ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাঈদ আনোয়ার জানান , মধুখালী উপজেলার ২৬ টি ক্লিনিক ও হাসপাতালের মধ্যে ৮ টি প্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছে । ১৮ টি প্রতিষ্ঠানের কোন আবেদন আমি পাইনি । আমার মতে ১৮ টি প্রতিষ্ঠানেই অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে । আমরা খুব শীঘ্রই এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো । তিনি আরো জানান , সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অনুমোদন পাবার পরেই স্বাস্থ্য বিভাগ লাইসেন্সের অনুমোদন দিবেন । কিন্তু দেখা যায় পরিবাশ অধিদপ্তরের অনুমোদন পাওয়ার আগেই স্বাস্থ্য বিভাগ অনুমোদন দিয়ে দেয় ।
এ উপলক্ষে রোববার (২৩ শে জুন) শহরের আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়কের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান , এক মিনিট নীরবতা পালন, মোনাজাত , স্বেচ্ছায় রক্তদান, প্রদর্শনী ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
জানা যায়, সালথা উপজেলা পাট ও পেঁয়াজের জন্য খুবই বিখ্যাত। বর্তমান চলছে পাটের মৌসুম। তারপরও গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ঝুঁকে পড়েছেন অনেকেই।সরেজমিনে গেলে দেখা যায়, হালি পেঁয়াজ তেমন ভালো না হলেও বীজ বোপন করা পেঁয়াজ ভালোই লক্ষ্য করা যাচ্ছে জমিগুলোতে। গাছের গোড়ায় গোল আকারে নামতে শুরু করছে পেঁয়াজ। ফলনের আশায় বুক বেঁধেছেন এখানকার বেশ কয়েজন চাষীরা।