ফরিদপুর জেলা প্রতিনিধি
সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্প্রতি ফরিদপুরে প্রেসক্লাবে এক সভায় অম্বিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম নিলু মাননীয় সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরীকে জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। যদি ৩ দিনের মধ্যে নিলু তার বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে ফরিদপুর শহরে গিয়ে প্রতিবাদ করা হবে।যেখানে নিলু সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। ফাইজুর রহমান আরও জানান, এমপি নিক্সন চৌধুরী কোথায় আর নিলু কোথায়?
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে সভায় আগামী ঈদুল আযহার কুরবানী পশুর চামড়া বিক্রয়ের সঠিক মূল্য নির্ধারণ, কুরবানী পশুর বর্জ্য অপসারণ, ঈদ উপলক্ষে যানবাহনে বাড়তি ভাড়া নেওয়া, মাদক এবং সড়ক দুর্ঘটনা সম্পর্কিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরের সিএন্ডবি ঘাটে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সময় শনিবার দিবাগত রাতে নৌ পুলিশ ওই ড্রেজারের চালক ও গ্রীজারকে আটক করে। রোববার (৯ জুন) তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু করে দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। মামলার আলামত হিসেবে ড্রেজারটি জব্দ করা হয়েছে।
অনুষ্ঠানে স্বেচ্ছায় বৃক্ষরোপন করে পরিবেশের বিশেষ অবদান রাখায় ফরিদপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মোঃ নুরুল ইসলাম,নিজ শিল্প প্রতিষ্ঠানে সবুজায়নে বিশেষ অবদান রাখায় ভিকটর গ্রুপের সিইও জিল্লুর রহমান ও সংবাদপত্রে পরিবেশ সচেতনতায় বিশেষ অবদান রাখায় একজন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয় ।
তিনি আরো বলেন, পাট থেকে পাটজাত পন্য তৈরি করে আমাদের ঘুরে দাড়াতে হবে। বঙ্গবন্ধুর ফরিদপুর থেকে পাট চাষের সমস্যা জেনে সমাধানের পথ বের করার জন্য এসেছি। ফরিদপুরে শুধু পাট উৎপাদন হয় তা না, এখানে উচ্চমানের পাটও উৎপাদন হয়। সল্প জায়গায় সল্প সময়ে কিভাবে পাট জাগ দেয়া যায় আমরা সে ব্যবস্থা করবো। আগামীতে গ্রামে উঠান বৈঠকের মাধ্যমে পাট চাষ ও পাটের বহুমুখী ব্যবহার নিয়ে কৃষকদের সাথে কাজ কবরো। উন্নত জাতের পাট ও বীজ উৎপাদনে পাট গবেষনা কেন্দ্রের কর্মকর্তারাদের এবিষয়ে কাজ করতে বলা হয়েছে। বাজারে পথিথিনের বিকল্প পাটের ব্যাগ ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে। দেশের বাহির থেকে প্রায় ৭৫ বাগ পাটের বীজ আমদানী করতে হয়। আগামীতে পাট বীজে সয়ং সম্পুর্ন হতে সবাই কে কাজ করতে বলেন তিনি।
ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম এ সামাদ , সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর সিরাজুল ইসলাম, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়া, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা বেগম, পুলিশ লাইন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন প্রমুখ।
ভূমি পরিষেবায় অটোমেশন সিস্টেম প্রবর্তনের মাধ্যমে ই-মিউটেশন, অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়া, ডিজিটাল রেকর্ড রুম, রাজস্ব মামলা ব্যবস্থাপনা, জলমহাল ইজারা দেওয়া, অনলাইনে ৫ কোটির বেশি খতিয়ান এন্ট্রি, খতিয়ানের আবেদন ও ডাকযোগে খতিয়ান সরবরাহ, ডিজিটাল ল্যান্ড জোনিং, ডিজিটাল ভূমি তথ্য ব্যাংক এবং ভূমিসেবা দেওয়ায় হটলাইন নম্বর ১৬১২২ চালুকরণ জনবান্ধব ও হয়রানিমুক্ত ভূমিসেবা দেওয়ায় এনেছে আধুনিকতার ছোঁয়া।
এ ঘটনায় শওকত আলী মুন্সী বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।এ ব্যাপারে ভুক্তভোগী শওকত আলী মুন্সী অভিযোগ করে জানান, আমাদের ওয়ারীশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছি। আমাদের দলিল, পর্চা সমস্ত কাগজপত্র থাকা সত্বেও প্রভাবশালী প্রতিবেশী শামীম মুন্সি, শাহিন মুন্সি, বাশার মুন্সি সহ বেশ কয়েকজন সংঘবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষরা কুটি খাতুনের মাথায় কোপ দেয়। এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত জখম হন। পরিবারের সদস্যরা তাকে( কুটি খাতুনকে) উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।