ফরিদপুর জেলা প্রতিনিধি
আটক নারী যশোর জেলার কোতয়ালী থানার খোড়কী গ্রামের তৈয়ব আলীর স্ত্রী।ফরিদপুর র্যাব - ১০ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ৯টার দিকে জেলার কোতয়ালী থানাধীন বদরপুর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন বসানো হয়। চুয়াডাঙ্গা থেকে বরিশালগামী একটি বাস র্যাবের চেক পোষ্টের সামনে পৌছালে র্যাব সদস্যরা বাসটি থামানোর সংকেত দেয়।
রবিবার ( ২২ শে সেপ্টেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের খাড়াকান্দা গ্রামে শশুর বাড়িতে ঘাতক প্রথম স্বামী রমজান মাতুব্বর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার ( ১৯ শে সেপ্টেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদের দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন - ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নিরু খলিফা (৪৫) এবং আলগী ইউনিয়নের সুকনী গ্রামের হারুনার রশিদের ছেলে যুবলীগের কর্মী আবু সাঈদ (৪০)। শুক্রবার ( ২০ শে সেপ্টেম্বর) তাদের দুজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার সাতাশিয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নজরুল ইসলামের ছেলে । পুত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এমন সংবাদে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পিতা নজরুল ইসলাম সন্ধ্যায় তিনিও মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেন শিবচর হাইওয়ে থানার ট্রাফিক সার্জেন্ট আশিকুজ্জামান।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, ভাঙ্গার হরি মন্দির ও কালী মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় সোমবার (১৬ সেপ্টেম্বর) আমাদের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সঞ্জিত বিশ্বাসের (৪৫) বাবা নিশিকান্ত বিশ্বাস (৭২)ফরিদপুর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তিনি জানান, আটককৃত ব্যক্তি তার ছেলে। তার প্রকৃত নাম সঞ্জিত বিশ্বাস (৪৫), বাবা- নিশিকান্ত বিশ্বাস, সাং-নিজামকান্দী, থানা- কাশিয়ানি, জেলা- গোপালগঞ্জ।
আলোচনা সভায় প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু জানান, বিগত পাঁচ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার ও স্বৈরশাসক শেখ হাসিনা ও তার আওয়ামীলীগ সরকারের পতন হয়। দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনা দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন । দেশে একাধিক ভোটার বিহীন নির্বাচন হয়েছে। জনগণ ভোট দিতে পারেনি। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রায় ১০ হাজার লোক আহত হয়েছে।
মঙ্গলবার (১৭ ই সেপ্টেম্বর) দুপুরে জেলার স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এর রায় দেন। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিল। সাজাপ্রাপ্ত আসামী মো: লুৎফর মোল্যা জেলার ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত গিয়াস উদ্দিন মোল্যার ছেলে।
সোমবার (১৬ ই সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত শনিবার ( ১৪ ই সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের ভাঙ্গা বাজারস্থ হরি মন্দির ও কালি মন্দিরে নির্মিতব্য প্রতিমা কে বা কারা ভাঙচুর করেছে এমন খবরের প্রেক্ষাপটে রবিবার ( ১৫ ই সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুরের পুলিশ সুপার।