নাজিম বকাউল

নাজিম বকাউল

ফরিদপুর জেলা প্রতিনিধি


ফরিদপুর মহানগর কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুর মহানগর কৃষকদলের উদ্যোগে শহরের বায়তুল মোকাদ্দেম জামে মসজিদে বাদ জুমা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফরিদপুরে বিল থেকে মৃতদেহ উদ্ধার

সরেজমিনে গেলে পুলিশে ও স্থানীয় সূত্রের জানা যায়, কয়েক কৃষক গ্রামের বিলের মধ্যে কৃষি জমিতে কাজ করতে গেলে ধান ক্ষেতে কঙ্কাল এর কিছু মাথা ও হাড়গোড় বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পায়। পরে ভাঙ্গা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ও জেলা সিআইডির একটি টিম ঘটনাস্থলে এসে ধান ক্ষেত থেকে মানুষের একটি কঙ্কালসার মৃতদেহ উদ্ধার করে । পরে মৃত ব্যক্তির ছেলে পরনের পোশাক দেখে মরদেহটি তার পিতার বলে সনাক্ত করে।

ভাঙ্গায় কিশোরীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

শুক্রবার রাতে ওই গ্রামের একটি পাটক্ষেত থেকে থানা পুলিশ,ডিবি,সিআইডির যৌথটিম রেখা আক্তার(১৩)নামের ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ধর্ষনের পর তাকে গলায় ওড়না পেচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

ফরিদপুরে এক ভাইয়ের ঘর ভেঙ্গে গুড়িয়ে দিল আরেক ভাই

আলাউদ্দিন শেখ জানান তার অন‍্য দুই বোনের অংশ কিনে এবং নিজে পৈত্রিক সূত্রে পাওয়া জমির উপর ঘর বাড়ি করে বসবাস করছে। হঠাৎ তার ভাই ও ভাতিজা কাকন ও রিপন ৪০/৫০ জন লোক জন নিয়ে আমার বাড়িতে এসে ঘর বাড়ি ভেঙ্গে দেয় এবং দখল নেওয়ার চেষ্টা করে হুমকি দামকি প্রদান করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুরে সাবেক বিডিআর কর্মকর্তার যাবজ্জীবন কারাদন্ড

বৃহস্পতিবার ( ২৭ শে জুন) দুপুরে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো: হাফিজুর রহমান এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে প্রেরণ করা হয়।

ভাঙ্গায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিহতের মাথা বিচ্ছিন্ন ও শরীরের বেশীরভাগ মাংস পচে গলে হাড়ঁ বেরিয়ে গেছে। ধারনা করা হচ্ছে কোন দূস্কৃতিকারীরা ১৫/২০ দিন পূর্বে ওই নারীকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রাখে ।

ফরিদপুরে ডাক্তারদের চিকিৎসা পত্র চেক করে ঔষুধ কোম্পানীর লোকেরা

সুত্রে জানা যায় , ঔষুধ কোম্পানী ডাক্তারদের তাদের কোম্পানীর ঔষুধ লেখার জন্য বিভিন্ন ধরনের সুযোগ – সুবিধা দিয়ে থাকেন । সুবিধা সুমুহের মধ্যে রয়েছে – বিদেশ সফর , প্রতি মাসে মোটা অংকের টাকা , এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াতের গাড়ি বহন খরচ , বাড়ির জন্য , ফ্রীজ , কম্পিউটার , নিত্যদিনের বাজার ইত্যাদি উল্লেখযোগ্য । ঔষুধ কোম্পানীর লোকেরা ( রিপ্রেজেন্টিভরা ) ক্লিনিকের সামনে দাড়িয়ে থেকে রোগীদের ব্যবস্থাপত্র যাচাই – বাছাই করে সত্যতা নিশ্চিতের চেষ্টা করে ঔষুধগুলো ঠিক মতো লিখলো কিনা ।

ফরিদপুরে বাস উল্টে প্রান গেলো সুপারভাইজারের

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী স্বাধীন পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৮২০০) এর একটি বাস বুধবার (২৬ জুন) সকাল ৯টার দিকে গজারিয়া স্টান্ডে পৌছালে চলন্ত অবস্থায় বাসটি হঠাৎ সড়কের উপর উল্টে যায়।

Logo