ফরিদপুরে ঘন কুয়াশা পরিবহন-কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ১২, পাঁচ কিলোমিটার যানযট

নাজিম বকাউল প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী , ২০২৫ ১৭:৩৬ আপডেট: ১৭ ফেব্রুয়ারী , ২০২৫ ১৭:৩৬ পিএম
ফরিদপুরে ঘন কুয়াশা পরিবহন-কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ১২, পাঁচ কিলোমিটার যানযট
ফরিদপুরের ভাঙ্গায় ঘন কুয়াশার কারনে মাগুরা থেকে ছেড়ে আসা আলিফ মিম নামে একটি পরিবহন ও কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ফরিদপুরের ভাঙ্গায় ঘন কুয়াশার কারনে মাগুরা থেকে ছেড়ে আসা আলিফ মিম নামে একটি পরিবহন ও কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় ২ জন চালক সহ কমপক্ষে ১২ জন যাত্রী আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। সোমবার(১৭ ফেব্রুয়ারী) সকাল ৭টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকায় এ দূর্ঘনা ঘটে। এ ঘটনায় পর উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেন। 
স্থানীয় বাসিন্দা মোঃ সোহাগ মাতুব্বর জানান, সকালে প্রচন্ড কুয়াশা চারপাশে ঘিরে যায়। ঠিকমতো সড়ক দেখা যাচ্ছিলো না। যার কারনে দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রোকিবুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়। ঘন কুয়াশার কারনে এ দুর্ঘটনা ঘটে।

এই বিভাগের আরোও খবর

Logo