ছায়াঘেরা নিজ গ্রামে চিরনিদ্রায় সাংবাদিক লেলিন

Asad Zaman প্রকাশিত: ১৬ আগস্ট , ২০২৫ ১৩:২২ আপডেট: ১৬ আগস্ট , ২০২৫ ১৩:২২ পিএম
ছায়াঘেরা নিজ গ্রামে চিরনিদ্রায় সাংবাদিক লেলিন
রাষ্ট্র সংস্কার আন্দোলন কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি একেএম মোস্তফা জামান লেলিন (৫৫) চিরনিদ্রায় শায়িত হয়েছেন।

রাষ্ট্র সংস্কার আন্দোলন কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি একেএম মোস্তফা জামান লেলিন (৫৫) চিরনিদ্রায় শায়িত হয়েছেন। শুক্রবার সকাল ১০টায় রাজারহাট উপজেলার বোতলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তিনি ওই গ্রামের প্রয়াত আবদুল কুদ্দুস ডাক্তারের তৃতীয় ছেলে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদের বড় ভাই। মৃত্যুকালে স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার বিকেল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়াও প্রেসক্লাব রাজারহাট শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন।

একেএম মোস্তফা জামান লেলিন তিস্তা বাচাও আন্দোলন, চাকিরপশার নদী রক্ষা কমিটিসহ রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি ব্যানারে কুড়িগ্রাম জেলার গণমানুষের অধিকারে আজীবন আন্দোলন সংগ্রাম করেছেন।

এই বিভাগের আরোও খবর

Logo