সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী মামলায় লায়ন বাবুল চেয়ারম্যান গ্রেফতার

নূর নবী জনি প্রকাশিত: ১৪ আগস্ট , ২০২৫ ১৮:৩০ আপডেট: ১৪ আগস্ট , ২০২৫ ১৮:৩০ পিএম
সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী মামলায় লায়ন বাবুল চেয়ারম্যান গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে আসতে হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমার অনুমতি নিতে হবে” সেই আলোচিত ভোটবিহীন ও সমালোচিত আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান লায়ন বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান। এর আগে বুধবার রাতে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।পুলিশ জানায়,তার বিরুদ্ধে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে এক ছাত্র হত্যার মামলা রয়েছে, গ্রেফতারের পর তাকে সোনারগাঁ থানায় নেয়া হয়েছে এবং মামলার তদন্তের স্বার্থে পরবর্তী আইনানুগ প্রক্রিয়াধীন রয়েছে ।লায়ন বাবুল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সে সময় তিনি বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। এক পর্যায়ে তিনি দাবি করেছিলেন, “বারদীতে আসতে হলে শেখ হাসিনাকেও আমার অনুমতি নিতে হবে” এবং নিজেকে “মুক্তিযুদ্ধ ও বারদী ইউনিয়নের সরকার” হিসেবে পরিচয় দিয়েছিলেন। এছাড়া নানা সময় ভিন্ন ভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে তিনি স্থানীয় রাজনীতিতে সমালোচনার মুখে ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo