পলাশে আইডিয়াল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের বর্ণাঢ্য ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ মার্চ , ২০২৫ ১১:৩৮ আপডেট: ১৬ মার্চ , ২০২৫ ১১:৩৮ এএম
পলাশে আইডিয়াল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের বর্ণাঢ্য ইফতার মাহফিল
বিদেশে কর্মসংস্থান বাড়াতে ও বৈদেশিক মুদ্রা অর্জনকে আরও গতিশীল করতে দক্ষ জনশক্তি তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ

বিদেশে কর্মসংস্থান বাড়াতে ও বৈদেশিক মুদ্রা অর্জনকে আরও গতিশীল করতে দক্ষ জনশক্তি তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দক্ষতার অভাবে বাংলাদেশি শ্রমিকরা বিদেশের শ্রমবাজারে পিছিয়ে পড়ছেন এবং কম বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন।  
এই প্রেক্ষাপটে, নরসিংদীর পলাশ উপজেলার খাসওয়ালা ইসাখালীতে আইডিয়াল টেকনিক্যাল ট্রেনিং অ্যান্ড ট্রেনিং সেন্টার দক্ষ জনশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সোমবার (১৫ এপ্রিল) প্রতিষ্ঠানটির উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়।এতে প্রতিষ্ঠানটির পরিচালক সবুজ কাজীর তত্ত্বাবধানে শিক্ষার্থী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন টেকনিক্যাল সেন্টারের পরিচালকরা উপস্থিত ছিলেন।
আইডিয়াল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দক্ষ ইন্সট্রাক্টরদের মাধ্যমে ওয়েল্ডিং, পাইপ ফিটিং ও ফেব্রিকেশন প্রশিক্ষণ প্রদান করছে। প্রতিষ্ঠানটি গ্যারান্টিসহ প্রশিক্ষণ দিয়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে।  
২০২৪ সালের ১লা এপ্রিল মাত্র ২০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৪০০ অধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে। তাদের মধ্যে ১৫০ এর অধিক শিক্ষার্থী সফলভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন এবং অধিকাংশই প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় করছেন।  
 প্রতিষ্ঠানটির পরিচালক সবুজ কাজী বলেন, "যারা বিদেশে যেতে চান, তারা কোনো দালালের মাধ্যমে না গিয়ে প্রথমে ভালোভাবে প্রশিক্ষণ নিন। দক্ষতা অর্জন করলেই বিদেশে ভালো বেতনে কাজের সুযোগ পাবেন।"
তিনি আরও বলেন, দক্ষ জনশক্তি তৈরি ও বিদেশে ভালো বেতনের চাকরির সুযোগ নিশ্চিত করতে আইডিয়াল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সর্বদা প্রস্তুত।
দক্ষ শ্রমিক তৈরির এই উদ্যোগ দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরোও খবর

Logo