হবিগঞ্জে প্রাণ কোম্পানিতে বেতন ভাতা বৈষম্যের দাবিতে শ্রমিকদের আন্দোলন

মোঃ সিজিল মিয়া চৌধুরী প্রকাশিত: ২ সেপ্টেম্বর , ২০২৪ ১৬:৪১ আপডেট: ২ সেপ্টেম্বর , ২০২৪ ১৬:৪১ পিএম
হবিগঞ্জে প্রাণ কোম্পানিতে বেতন ভাতা বৈষম্যের দাবিতে শ্রমিকদের আন্দোলন
রোববার (১সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে আরএফএল ফেক্টরির সব বিভাগের শ্রমিকরা কাজ বন্ধ করে কর্মকর্তাদের দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ আন্দোলন করে। এসময়, ফেক্টরির সিকিউরিটির কিছু কর্মী শ্রমিকদের বাধা দিলে বিক্ষোভ আরো জোড়ালো হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা আরো ক্ষিপ্ত হয়ে শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে পুলিশ পিঁচু হটে।

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে অবস্থিত প্রাণ আর এফএল কোম্পানির ফেক্টরীতে শ্রমিকদের বেতন ভাতা বৈষম্য সহ ৮ দফা দাবিতে বিক্ষোভ আন্দোলন করেছেন শ্রমিকরা। 

রোববার (১সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে আরএফএল ফেক্টরির সব বিভাগের শ্রমিকরা কাজ বন্ধ করে কর্মকর্তাদের দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ আন্দোলন করে। এসময়, ফেক্টরির সিকিউরিটির কিছু কর্মী শ্রমিকদের বাধা দিলে বিক্ষোভ আরো জোড়ালো হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা আরো ক্ষিপ্ত হয়ে শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে পুলিশ পিঁচু হটে। 

পরে খবর পেয়ে সেনাবাহিনীর একাধিক টিম ফেক্টরিতে প্রবেশ করে শ্রমিকদের কথা শুনে শান্ত করার চেষ্টা করেন। এসময় শ্রমিকরা বর্তমান বেতন ৮ হাজার ৫শ টাকা বাদ দিয়ে ১২ হাজার ৫শত টাকা বেতনের দাবী করেন। এসময় শ্রমিকরা খাবারের মান ভাল না বলেও দাবী তুলেন। সরকারী ছুটি দাবী করেন, ওভারটাইম দাবী করেন। বেতন বাড়ানোর কথা বললেই চাকুরীচ্যুত করেন বলেও তারা জানান। অনেকেই বেতন পাচ্ছেন না বলে অভিযোগ তুললে সেনাবাহিনী মাইকে তাদের সব দাবী কর্তৃপক্ষ মেনে নিবেন বলে তাদের শান্ত থাকার পরামর্শ দেন।

বিকেল পর্যন্ত হাজার হাজার শ্রমিক ফেক্টরীর ভিতরে বিক্ষোভ করছিল, এসময় সেনাবাহিনী তাদের শান্ত থাকতে পরামর্শ দেন। এব্যাপারে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করলে তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে রাজী হননি। তবে জানিয়েছেন, কোম্পানির উব্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ হয়েছে তারা ঢাকা থেকে আসতেছেন।ফেক্টরীর ভিতরে শ্রমিক আন্দোলন চলছে এমন খবর পেয়ে সেখানে গেলে প্রথমে সাংবাদিকদের ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি। পরে  বিকেল ৪টার দিকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়।

এই বিভাগের আরোও খবর

Logo