রাজবাড়ী জেলার গোয়ালন্দের কৃতি সন্তান এডভোকেট সফিকুল ইসলাম ঢাকা জেলা জজ আদালতে অতিরিক্ত জিপি পদে নিয়োগ।

মোঃমজিবুর রহমান খান জুয়েল প্রকাশিত: ২০ অক্টোবর , ২০২৪ ০০:১১ আপডেট: ২০ অক্টোবর , ২০২৪ ০০:১১ এএম
রাজবাড়ী জেলার গোয়ালন্দের কৃতি সন্তান এডভোকেট সফিকুল ইসলাম ঢাকা জেলা জজ আদালতে অতিরিক্ত জিপি পদে নিয়োগ।
রাজবাড়ী জেলার গোয়ালন্দের কৃতি সন্তান এডভোকেট সফিকুল ইসলাম ঢাকার যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত জিপি পদে নিয়োগ পেয়েছেন।

 রাজবাড়ী জেলার গোয়ালন্দের কৃতি  সন্তান এডভোকেট সফিকুল ইসলাম  ঢাকার যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত জিপি পদে নিয়োগ পেয়েছেন।  গত ১৪ অক্টোবর আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়। উল্লেখ্য এডভোকেট শফিকুল ইসলাম  ৮.১২.২০০৯ সালে বার কাউন্সিলের লাইসেন্স পান ২০.১২. ২০০৯ সালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন।  পরবর্তীতে ১৫.৪.২০১৫ইং তারিখে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে প্রাক্টিসের অনুমতি প্রাপ্ত হন।  এছাড়া তিনি ২০১৫ সালে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সদস্য পদে নির্বাচন করে বিজয়ী হন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।  সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

এই বিভাগের আরোও খবর

Logo