চট্টগ্রামের লোহাগাড়ায় বিজয় টিভির এক যুগে পদার্পণ উপলক্ষে লোহাগাড়া প্রতিনিধি লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোক্তার হোসাইনের সৌজন্যে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩১ মে (শুক্রবার) বিকাল ৪ টায় লোহাগাড়া সিটি হাসপাতাল লিঃ এর হল রুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া ব্রিকফিল্ড সমিতির সাধারণ সম্পাদক ও লোহাগাড়া সিটি হাসপাতালের এমডি সরওয়ার কোম্পানি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি রকসি সিকদার, কাইছার হামিদ সাংবাদিক কায়সার হামিদ, প্রফেসর বিজয় কুমার নাথ, এশিয়ান টিভির লোহাগাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম, সাংবাদিক এম.এ. গণি, এম. দলিলুর রহমান, ফাহাদ ইবনে হাশেম, সাংবাদিক সাত্তার সিকদার, দৈনিক প্রথম আলোর লোহাগাড়া প্রতিনিধি কাইছার হামিদ তুষার, দৈনিক যুগান্তরের প্রতিনিধি নাজিম উদ্দিন রানা, আব্দুল ওয়াহাবসহ লোহাগাড়া কর্মরত সহকর্মী সংবাদকর্মীরা, বিভিন্ন রাজনৈতিক নেতা সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।