ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-০৬১৩) একটি বাসের ধাক্কায় ইজি বাইকে থাকা দুই যাত্রী মারা গেছেন। ২০ শে জুন দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মধুখালী বাজারের বালিয়াকান্দি লিঙ্ক রোড (ডিভাইডার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৮ জন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপরজন মারা যায়।
ভিকটিমের পিতার খুঁজাখোঁজির এক পর্যায় গত ০২ জুন মধুখালী থানায় একটি বাজারে মেয়েটিকে খুজে পাওয়া যায়। এরপর তার পরিবারের লোকজন তাকে নিখোঁজের কারণ জিজ্ঞাসা করলে সে জানায় গত ১ জুন রাত আনুমানিক ১:৩০ মিনিটে আসামী তুহিন অজ্ঞাত আরো ২ জন ব্যক্তির সহযোগীতায় তাকে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে তাকে তুহিনের বাড়ীতে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখতে পায় উক্ত বাড়ীর একটি কক্ষের ভিতরে সোহান ও অন্তর অবস্থান করছে। এরপর তাকে উক্ত কক্ষের ভিতরে নিয়ে আসামী তুহিন, সোহান ও অন্তর মিলে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে তাকে ধর্ষণ করে। উক্ত ঘটনায় মেয়েটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের লোকজন তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।
বুধবার ( ১৯ শে জুন) দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৫ শতাধিক গাছ স্থানীয় সকল মসজিদ- মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃক্ষগুলো রোপন করা হয়। কর্মসূচিতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ ইলিয়াস খান ছালাম মৃধা এবং তৈয়ব আলী মাতুব্বর।
তার আবেদনে উল্লেখ করা হয় , নগরকান্দা উপজেলার তালমার মোড় একটি ঐতিহ্যবাহী স্থান । এ স্থান থেকে প্রতিদিন শত শত জনগন দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন । তারই ধারাবাহিকতায় অনেক টেম্পু , মাহেন্দ্র , ইজিবাইক ও দুরপাল্লার বাস চলাচল করে । এ সকল যানবাহন হতে এলাকার কিছু সন্ত্রাসী , চাঁদাবাজরা নিয়মিত চাদাবাজি করে আসছে । যার ফলে এলাকার মানুষের ভিতর বিরূপ প্রতিক্রিয়া বিরাজ করছে । এ চাঁদাবাজির কারণে এলাকার যে কোন সময় বড় ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে । যার ফলে এলাকার আইন শৃঙ্খলার চরম অবনতির আশংকা রয়েছে ।
জানা যায়, বৃহস্পতিবার ( ১৩ ই জুন) বিকেল পাঁচটার পর সে আলিফ মোল্লা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোজাখুজি করে কোথাও পায়নি। আজ সাতৈর ফকিরের ভিটা সংলগ্ন একটি পুকুরে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে উক্ত পরিবারকে খবর দেয়।
বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত এসব কর্মসূচিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত শত নারী পুরুষ ও শিশুরা অংশ নেয়।বাংলাদেশ আদিবাসী ফোরাম ময়না ইউনিয়ন শাখার সভাপতি বাবু হৃদয় বিশ্বাসের সভাপতিত্বে ফরিদপুর জেলা শাখার সভাপতি বাবু নিতাই কুমার সিং,সাংগঠনিক সম্পাদক সনাতন সরকার, মধুখালী উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বোন্কিম চৌধুরী, জেলা শাখা সাধারণ সম্পাদক নিখিল কর্মকার প্রমূখ বক্তব্য রাখেন।
এ ব্যাপারে সৌদি প্রবাসী আদম আলী অভিযোগ করে জানান, আমাদের বাড়ির সাথে ১০০ নং নিশ্চিন্তাপুর মৌজার, ১৯২ খতিয়ানে, বি,এস ৯১৫ নম্বর দাগে ২২ শতাংশ জমি বহুবছর যাবৎ ভোগদখল করে আসছি। এই জমি আমার দাদা মুনসুর আলী মাতুব্বর প্রায় ৮৫ বছর আগে আর এস রেকর্ড মুলে ২২ শতাংশ জমির মালিক হন । ওয়ারিশমূলে এস,এ এবং বি,এস আমার বাবা খবির মাতব্বর রেকর্ড মূলে মালিক হয়। বাপ-দাদা থেকে এই সম্পত্তির মালিক এখন আমরা ৫ ভাই । প্রায় শতবছর ধরে এই সম্পত্তি আমরা চাষাবাদ করে আসছি। আমরা সবাই প্রবাসে বসবাস করি। আমাদের কাগজপত্র সব ঠিক থাকার পরও গ্রামের লাঠিয়াল বাহিনীরা রাতের আঁধারে আমাদের জমি দখল এবং ক্ষেতের ফসল ঔষধ দিয়ে নষ্ট করে ফেলেছে ।
বৃহস্পতিবার ( ১৩ ই জুন) দুপুরে উপজেলার ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম সংলগ্ন পুকুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ও সমাপনী দিবসে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।ভাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রশিক্ষণার্থী ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদা।