ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার হাট বাজার ইজারা নিয়ে রোববার ( ২ মার্চ) দুই গ্রুপ ঠিকাদারের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনায় তিনজন আহত হয়েছে।
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার হাট বাজার ইজারা নিয়ে রোববার ( ২ মার্চ) দুই গ্রুপ ঠিকাদারের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনায় তিনজন আহত হয়েছে। আহতদের নগরকান্দা হাসপাতালে দুইজন ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজনকে ভর্তি করা হয়েছে । আহতরা এখন ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান আহত আবীর ।
সোমবার ( ৩ মার্চ) আহত আবীর জানান , নগরকান্দায় হাট বাজারের সাত গ্রুপের টেন্ডার আহবান করেন স্থানীয় সরকার বিভাগ । এতে আমরা অংশ গ্রহণ করে ফরিদপুর সদর থেকে টেন্ডার ড্রপ করি ২৬ শে ফেব্রুয়ারী । অপর গ্রুপটি টেন্ডার ড্রপ করেন নগরকান্দা উপজেলা সদরে । উক্ত ড্রপিংয়ের মাধ্যমে আমরা কয়েকটি গ্রুপের কাজ পাই । এতে ক্ষুব্ধ হয়ে অপর গ্রুপের ঠিকাদার হাফিজ , নুরুল ইসলাম , জামাল গংয়েরা নগরকান্দা পৌরসভার সামনে আমাদের উপর হামলা চালায় । ঐ হামলায় ঘটনাস্থলে আমি , রিমন ও কলিমউদ্দিন মোল্লা আহত হই । এলাকাবাসি এসে আমাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদুইজনকে নগরকান্দা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় । আমরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছি ।
সোমবার হামলার বিষয়ে ঠিকাদার জামাল জানান , আমরা আবীর গংদের উপর কোন হামলা করি নাই । উক্ত ঘটনার সময় আমি ফরিদপুর শহরে ছিলাম কিন্তু ঘটনাস্থলে ছিলাম না ।