বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ নং ওয়ার্ড বায়েজিদ বোস্তামী থানা শহীদ নগর ইউনিটের উদ্দ্যোগে মীর আহমেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়। শুক্রবার ১৬আগস্ট মেডিসিন, শিশু, চর্ম ও এলার্জি রোগের বিশেষজ্ঞ দ্বারা অত্র এলাকাবাসীকে চিকিৎসা সুবিধা প্রদান করা হয়।
চট্টগ্রাম ৮ আসনের জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ আবু নাসেরের সৌজন্যে উক্ত মেডিকেল ক্যাম্প কার্যক্রম পরিদর্শন করেন পাচলাইশ বায়েজীদ থানার আমির মাওলানা জাকির হোসাইন। জামায়াতে ইসলামী শহীদ নগর ইউনিটের ব্যবস্থাপনায় উক্ত মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হয়। প্রধান অতিথি জনাব ডাঃ আবু নাছের বলেন সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা এবং মৌলিক অধিকার রক্ষা আমাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষের সেবা এবং দুর্ভোগ লাগবের জন্য তার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার অভিব্যক্তি জ্ঞাপন করেন।