ছয় ঘন্টা পর অবরোধ তুলে নিলেন বাকৃবি শিক্ষার্থীরা

মোঃ আশিকুজ্জামান প্রকাশিত: ১১ জুলাই , ২০২৪ ১৩:১৮ আপডেট: ১১ জুলাই , ২০২৪ ১৩:১৮ পিএম
ছয় ঘন্টা পর অবরোধ তুলে নিলেন বাকৃবি শিক্ষার্থীরা
বুধবার (১০ জুলাই) সকাল পৌণে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় সংলগ্ন এলাকায় দেওয়ানগঞ্জগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেন অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকাল সোয়া ৫টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ওই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।শিক্ষার্থীদের অবরোধ চলাকালীন সময়ে তিস্তা এক্সপ্রেস ছাড়াও আরো চারটি ট্রেন- মহুয়া কমিউটার, জামালপুর এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস ও অগ্নিবীণা এক্সপ্রেস ময়মনসিংহ প্রবেশ করতে পারে নি।

‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে সারাদেশের ছাত্রসমাজের সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা ।

বুধবার (১০ জুলাই) সকাল পৌণে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় সংলগ্ন এলাকায় দেওয়ানগঞ্জগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেন অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকাল সোয়া ৫টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ওই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।শিক্ষার্থীদের অবরোধ চলাকালীন সময়ে তিস্তা এক্সপ্রেস ছাড়াও আরো চারটি ট্রেন- মহুয়া কমিউটার, জামালপুর এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস ও অগ্নিবীণা এক্সপ্রেস ময়মনসিংহ প্রবেশ করতে পারে নি। 

এছাড়া ঢাকা অভিমুখী হাওর এক্সপ্রেস ও বলাকা কমিউটার ট্রেন দুটিও সিডিউল বিপর্যয়ের কারণে ময়মনসিংহ ছেড়ে যেতে পারে নি।তবে ময়মনসিংহ থেকে জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর অভিমুখী লোকাল ট্রেনগুলো চলাচল করেছে।সিডিউল বিপর্যয় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট মো. নাজমুল হক খান। বিকাল সোয়া ৫টায় শিক্ষার্থীদের অবরোধ তুলে নেয়ার পর ময়মনসিংহের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এই বিভাগের আরোও খবর

Logo