নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালামের ৪৪তম জন্মবার্ষিকী আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়েছে ।
নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালামের ৪৪তম জন্মবার্ষিকী আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়েছে ।
শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে আটটায় উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের আয়োজনে এ জন্মবার্ষিকী অনুষ্ঠান উদযাপন করা হয় ।
এ উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি, কেন্দুয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও পালা নাট্যকার রাখাল বিশ্বাস, কেন্দুয়া মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমান বাঙালী, উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন সরকার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নুরুন্নাহার আক্তার চায়না, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোঃ মামুনুর রশীদ মামুন, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মোস্তফা হাবুলসহ রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক মহলের অনেকে ।
মোহাম্মদ সালাহ উদ্দিন সালামের জন্ম কেন্দুয়ার নওপাড়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামে । তাঁর পিতার নাম মৃত মজিবর রহমান, মাতা রাহেলা আক্তার । দুই ভাই এক বোনের মধ্যে দ্বিতীয় সন্তান তিনি ।
১৯৮১ সালে ১৬ আগস্ট তাঁর জন্ম । দূর্গাপুর সঃ প্রাঃ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণী, ১৯৯৭ সালে নওপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৯ সালে কেন্দুয়া ডিগ্রী কলেজ থেকে এইচএসসি ও পরে একই প্রতিষ্টান থেকে স্মাতক ডিগ্রি অর্জন করেন । ২০০১ সালে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মাস্টার্স (স্নাতোকোত্তর) ১ম ও দ্বিতীয় সেমিষ্টার শেষ করলেও তাঁর বাবা যাবজ্জীবন কারা বরণ করলে তিনি আর পড়াশোনা শেষ করতে পারেন নি ।
ব্যরিগত জীবনে তিনি ২০০৪ সালে সেবা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন । বর্তমানে তিনি ১ ছেলে ও ২ মেয়ে সন্তানের জনক । বাজনৈতিক জীবনে ১৯৯৭ সালে কেন্দুয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের দপ্তর সঃ, ১৯৯৯ সালে উপজেলা ছাত্রদলের সহসভাপতি নির্বাচিত হোন তিনি । ২০০৯ সাল নওপাড়া ইউনিয়ন বিপনপির সাধারণ সঃ এবং পর পর টানা তিন বার ইউনিয়ন বিপনপির সাধারণ সঃ নির্বাচিত হোন ।
এছাড়া ২০১৪ সালে উপজেলা জাসাসের আহবায়ক, পরবর্তীতে সভাপতিও মনোনীত হোন তিনি । ২০২৫ সালে তিনি নেত্রকোণা জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সাংগঠনিক ও পরবর্তীতে কেন্দুয়া উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মনোনীত হোন । তাছাড়া তিনি জাতীয় দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধিসহ একাধিক অনলাইন পত্রিকার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন । যেমন- বিবিসি নিউজের বিভাগীয় প্রতিনিধি ও ক্লাইম রিপোর্টার হিসেবে কাজ করছেন তিনি । অবসরে তিনি সাহিত্য চর্চায়ও নিজেকে নিয়োজিত রাখেন বহুমুখী প্রতিভার অধিকারী এই সদা হাস্যোজ্জ্বল মানুষটি ।
৪৪তম জন্মদিনে বক্তারা, তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দীর্ঘায়ু প্রত্যাশা করেন এবং এমন আনন্দঘন দিনটি যেনো বারবার আসে ।