চরফ্যাশনে মহান বিজয় দিবস উদযাপন

সাহাবুদ্দিন সিকদার প্রকাশিত: ১৮ ডিসেম্বর , ২০২৪ ১৬:১৩ আপডেট: ১৮ ডিসেম্বর , ২০২৪ ১৬:১৩ পিএম
চরফ্যাশনে মহান বিজয় দিবস উদযাপন
চরফ্যাশনে মহান বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছর পর ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে ভোলা জেলা এবং সকল উপজেলা সহ চরফ্যাশনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।সোমবার সকাল ৬টায় চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন' শহীদ স্মৃতি স্তম্ভে' উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন। এর পরে চরফ্যাশন উপজেলা বিএনপি, চরফ্যাশন প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ,চরফ্যাশন থানা পুলিশ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা।সকাল ৯টায় টিবি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
 একই দিন সকাল ১১টায় চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় শহদী পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মিজানুর রহমান, গনঅধিকার পরিষদের সভাপতি এইচ টি মাসুদ চৌধুরী, ইসলামী আন্দোলনর সভাপতি আলাউদ্দিন সিকদার,উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন,উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজি,বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ,সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি প্রমুখ বক্তব্য রাখেন। শহীদ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) আবুল হাছনাত।উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, ২১টি ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা শাখার উদ্যোগে পৃথক পৃথক  মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসাইন বলেন, চরফ্যাশন উপজেলার প্রতিটি ইউনিয়ন শাখা ও উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা হয়েছে। 

এই বিভাগের আরোও খবর

Logo