রাজবাড়ী জেলায় ইট ভাটায় অনুমোদন না থাকলে ব্যবস্থা, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক।

মোঃমজিবুর রহমান খান জুয়েল প্রকাশিত: ২১ জানুয়ারী , ২০২৫ ১৮:৩৭ আপডেট: ২১ জানুয়ারী , ২০২৫ ১৮:৩৭ পিএম
রাজবাড়ী জেলায় ইট ভাটায় অনুমোদন না থাকলে ব্যবস্থা, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক।
রাজবাড়ী জেলায় কোন ইট ভাটা অনুমোদন না নিয়ে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজবাড়ী জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।

রাজবাড়ী জেলায় কোন ইট ভাটা অনুমোদন না নিয়ে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজবাড়ী জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। রাজবাড়ী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্ররিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। সভায় জেলার উন্নয়ন কর্মকান্ড, বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমে জনগণের সমস্যা ও উন্নয়ন চিত্র ফুটে ওঠে। প্রশাসনের কার্যক্রমকে জনবান্ধব করতে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। তারা প্রশাসনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। মতবিনিময় সভায় উপস্থিত সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, আগামী দিনে উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদের ভূমিকা আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

এই বিভাগের আরোও খবর

Logo