বাবার মরদেহ আনতে গিয়ে রোববার ভোর রাতে রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ছিনতাইয়ে ঘটনায় বাসন থানায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী হলেনঃ জামালপুর জেলার সদর থানার মো. করিম ফকিরের ছেলে পারভেজ ফকির। পারভেজ গাজীপুরের বাসনের তেলী পাড়া শাহজাহানের বাড়ির ভাড়াটিয়া। সোমবার গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীর নামে বাসন থানা মামলা নং-২১ ১৮৬০ইংএর ৩৯৯/৪০২ পেলান কোড ধারায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় এবং উক্ত আসামীর নামে আরো দুইটি ছিনতাই মামলা আছে।