রপ্তানির সম্ভাবনায় আম বাগান পরিদর্শনে ইপিবি’র ভাইস-চেয়ারম্যান

মোঃ মাইনুল ইসলাম প্রকাশিত: ২১ মে , ২০২৫ ১৫:২১ আপডেট: ২১ মে , ২০২৫ ১৫:২১ পিএম
রপ্তানির সম্ভাবনায় আম বাগান পরিদর্শনে  ইপিবি’র ভাইস-চেয়ারম্যান

আম উৎপাদন ও রপ্তানির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সফর করেছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস-চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন।
মঙ্গলবার (২০ মে) সকালে তিনি জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন রপ্তানিযোগ্য আমবাগান, বিশেষ করে মডেল এগ্রোর বাগানসহ কয়েকটি বাগান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহার আলী, মডেল এগ্রোর স্বত্বাধিকারী আহসান হাবীব এবং বিশিষ্ট আম উদ্যোক্তা মাসুদ রানা।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস-চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জে যথোপযুক্ত উদ্যোগের মাধ্যমে মানসম্পন্ন আম উৎপাদিত হচ্ছে, যা আন্তর্জাতিক বাজারে রপ্তানির উপযোগী। আগামী মাসে বিদেশি কূটনীতিক ও আমদানিকারকদের আমন্ত্রণ জানিয়ে এখানকার সুমিষ্ট আমের সঙ্গে পরিচিত করা হবে। এর মাধ্যমে আম রপ্তানি বাড়িয়ে দেশে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে।

এই বিভাগের আরোও খবর

Logo