কক্সবাজারের উখিয়া ইনানী সী বীচের বাইকের ধাক্কায় শিশু আহত।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:৫০ আপডেট: ২৪ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:৫০ পিএম
কক্সবাজারের উখিয়া ইনানী সী বীচের বাইকের ধাক্কায় শিশু আহত।
উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকতে বীচ বাইকের ধাক্কায় শিশু আহত হয়েছে ৷

উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকতে বীচ বাইকের ধাক্কায় শিশু আহত হয়েছে ৷ গতকাল বিকালে ইনানীর পাটুয়ারটেক বীচে এমন দুর্ঘটনা ঘটে ৷ ঘটনাস্থলে বীচ বাইক জব্দ করেন ইনানী ট্যুরিস্ট পুলিশ।
আহত শিশু উপজেলার রত্নাপালং ইউনিয়নের খন্দকার পাড়া আক্তার কামালের মেয়ে মারিয়াম জান্নাত(৪)। আহতের পিতা জানান, অবৈধ ভাবে ইনানী বীচে আমার শিশু দাঁড়িয়ে থাকা অবস্থায় বীচ গাড়ি আমার শিশুর গায়ের উপর তুলে দেয় ৷ তাৎক্ষণিক শিশুকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় ৷ প্রথমিক চিকিৎসা শেষে কক্সবাজার প্রেরণ করা হয়েছে ৷ আহতের পিতা আরো জানান, বীচে বাইক বা চার চাকার গাড়ি গুলো বন্ধ করা জরুরী । না হয় আরও অনেক কোমলমতি শিশুদের হতাহত বা প্রাণও হারাতে পারে। অবৈধ বীচ বাইক চালক জালিয়াপালং ইউনিয়ন ছোট ইনানী এলাকার নাজির হোসেনর পুত্র মো মিজান(২৭) যার অবৈধ গাড়ির সিরিয়াল ৬১। ইনানী বীচ কর্মী নাজিম উদ্দীন জানান, পাটোয়ারটেক সৈকতে বীচ বাইকের ধাক্কা এক শিশু আহত হয় ৷ ঘটনাস্থলে ট্যুরিস্ট পুলিশ গাড়টি আটক করে ইনানী ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। ইনানী ট্যুরিস্ট পুলিশের সাব ইন্সপেক্টর দুলাল জানান, সৈকতে বীচ বাইকের ধাক্কা এক শিশু আহত হয়৷ আমরা বাইক জব্দ করেছি৷ আইনগত ব্যবস্থা নেওয়া হবে ৷

এই বিভাগের আরোও খবর

Logo