চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী গ্রেপ্তার।

বাবলু হাসান প্রকাশিত: ২৩ ডিসেম্বর , ২০২৪ ১২:২২ আপডেট: ২৩ ডিসেম্বর , ২০২৪ ০৬:২৬ এএম
চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী গ্রেপ্তার।
গত শুক্রবার চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে, রাত আনুমানিক ১০টার দিকে ফেনী সদরের লালপুল এলাকায় ঢাকাগামী প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে, কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদীকে (৫২) আটক করেছে র‍্যাব।

গত শুক্রবার চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে, রাত আনুমানিক ১০টার দিকে ফেনী সদরের লালপুল এলাকায় ঢাকাগামী প্রাইভেট কারে তল্লাশি  চালিয়ে, কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদীকে (৫২) আটক করেছে র‍্যাব। শনিবার বেলা আড়াইটার দিকে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছন। তিনি আরও বলেন, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদের গাড়িবহরে হামলার অভিযোগে গত ৯ নভেম্বর এবং নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় ১৩ নভেম্বর চকরিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়।এবং উক্ত উপজেলার কাকারা ইউনিয়নের মিজান হত্যা মামলার এজাহারনামীয় আসামি। এই দুই মামলা ও মিজান হত্যা মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় র‍্যাবের ক্রমাগত গোয়েন্দা নজরদারির মাধ্যমে জানা যায় দুই মামলার এজাহারনামীয় আসামি ফজলুল করিম সাঈদী আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে প্রাইভেট কারযোগে রওনা দিয়েছেন। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায়।ফেনীর মহিপালে লালপুর ব্রীজে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ।পরে রাতেই কক্সবাজার নিয়ে আসা হয়। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সাঈদীকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, র‌্যাব কর্তৃক গ্রেপ্তারের পর চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে থানায় সোপর্দ করা হয়। এরপর তাকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি আরো জানান, হত্যাচেষ্টা মামলা লুটপাট ও হত্যা  মামলার সাঈদী এজাহারনামীয় আসামি, এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোপর্দ করে জেল-হাজতে প্রেরণ করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo