অবসরে যাওয়া চালককে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে দিলেন জেলা প্রশাসক

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ৪ জানুয়ারী , ২০২৫ ১০:৫৫ আপডেট: ৪ জানুয়ারী , ২০২৫ ১০:৫৫ এএম
অবসরে যাওয়া চালককে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে দিলেন জেলা প্রশাসক
প্রায় চার দশক যশোরে দায়িত্বরত জেলা প্রশাসকদের গন্তব্যে পৌঁছে দিয়েছেন চালক হাবিবুর রহমান। সেই চালককে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) যাওয়ার এক দিন আগে বিদায় সংবর্ধনা জানিয়ে নিজেই গাড়ি চালিয়ে বাড়ি

 প্রায় চার দশক যশোরে দায়িত্বরত জেলা প্রশাসকদের গন্তব্যে পৌঁছে দিয়েছেন চালক হাবিবুর রহমান। সেই চালককে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) যাওয়ার এক দিন আগে বিদায় সংবর্ধনা জানিয়ে নিজেই গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে দিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন জানান, গাড়িচালক হাবিবুর রহমান ১৯৮৫ সাল থেকে জেলা প্রশাসনে কর্মরত ছিলেন। প্রায় চার দশক ধরে তিনি জেলা প্রশাসকের গাড়ি চালিয়েছেন। অবসরে যাওয়ার সময় এসেছে তার। বুধবার থেকে শুরু হয়েছে পিআরএল। আগের দিন মঙ্গলবার জেলা প্রশাসন তাকে বিদায় সংবর্ধনা জানায়। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম তাকে গাড়িতে বসিয়ে শহরের মিশনপাড়ার বাড়িতে পৌঁছে দেন। সাধারণত যে আসনে জেলা প্রশাসক বসেন সেখানেই হাবিবুর রহমান বসেছিলেন এদিন। এছাড়াও হাবিবুর রহমানের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন জেলা প্রশাসক। আবেগাপ্লুত হাবিবুর রহমান বলেন, ‘৪০ বছর ধরে আমি জেলা প্রশাসক স্যারদের গাড়ি চালিয়ে এসেছি। বিদায়বেলায় স্যার গাড়ি চালিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছেন। পরিবার ও প্রতিবেশীদের কাছে আমার সম্মান বেড়েছে।’ হাবিবুর রহমানের বিদায় সংবর্ধনায় দেওয়া বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘সততা ও নৈতিক আচরণের প্রশ্নে আপোষহীনতার যে দৃষ্টান্ত জনাব হাবিব স্থাপন করেছেন তা সত্যিই বিরল।’ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীকে ব্যক্তি ও চাকরিজীবনে মো. হাবিবুর রহমানের আদর্শিক অবস্থান অনুসরণ করার আহ্বান জানান তিনি। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন বলেন, ২০২২ সালে জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছিলেন হাবিবুর রহমান।

এই বিভাগের আরোও খবর

Logo