আগামী ১০ এপ্রিল এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষে যশোর শিক্ষা বোর্ডের অডিটোরিয়ামে সোমবার কেন্দ্র সচিবদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় কেন্দ্র সচিবদের প্রতি কঠোর হুশিয়ারী দিলেন বোর্ড কর্তৃপক্ষ। সভাপতির বক্তব্যে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম বলেন, সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্র সচিবদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। কোন পরীক্ষার্থী নিদিষ্ট সময়ের পরে যদি পরীক্ষা দিতে আসে, তার উপর কঠোর হওয়া যাবে না। বিন্রয়ের সাথে ওই পরীক্ষার্থীর পরীক্ষা দেয়ার ব্যবস্থা করতে হবে। কোন কক্ষ পরিদর্শক কোন মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। পরীক্ষা চলাকালে যদি কোন কক্ষ পরিদর্শকের কাছে মোবাইল ফোন পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শুধু মাত্র কেন্দ্র সচিব বাটুন ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা চলাকালে কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকে। এ আইন ভঙ্গ করে কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এসময় বক্তব্য রাখেন বোর্ডের সচিন প্রফেসর প্রফেসর এসএম মাহাবুবুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন, কলেজ পরিদর্শক প্রফেসর তৌহিদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান, উপপরীক্ষা নিয়ন্ত্রক( উচ্চ মাধ্যমিক) নিয়ামত এলাহী, মিউনিসিপ্যাল প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সবুর খান, বুরুজবাগান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপপরীক্ষা নিয়ন্ত্রক(মাধ্যমিক) আমিনুল ইসলাম। মতবিনিময় সভায় ১০ জেলা ২৯৯ জন কেন্দ্র সচিব উপস্থিত ছিলেন