জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডে সীমন্তবর্তী এলাকায় ঐতিহ্য বাহী তালুকদার বাড়ীর মোরে ২০০১ইংসালে প্রতিষ্ঠিত হয়েছিল শাহীন তালুকদার মার্কেটে, গতকাল ২৭ই নভেম্বর রোজ বুধবার আনুমানিক দুপুর ২-৩০ মিনিটের সময় বৈদ্যুতিক সর্ট-সারর্কেট থেকে অন্গিকান্ডের সূএপাত হয়ে মার্কেটে আগুন লেগেযায়,পরবর্তীতে স্হানীয়দের দৃষ্টিকচোর হলে জরুরী সেবায় ৯৯৯ যোগাযোগ করা হয়,পরে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস সরিষাবাড়ী থানা পুলিশ ও স্হানীয়দের সার্বিক সহযোগিতা দীর্ঘ এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। শাহীন তালুকদার মার্কেটে সর্বমোট আট টি দোকান ছিলো।এবিষয়ে মার্কেট মালিক ও সাবেক মেয়র এ কে এম ফয়েজুর কবীর তালুকদার শাহীন সাংবাদিক দের বলেল এই মার্কেটে আমার নিজস্ব রড় সিমেন্ট এর দোকান আছে আমার ক্যসে থাকা নগদ এক লক্ষ ২৪ হাঁজার টাকা সহ আমার দোকান সহ আমার ভাড়টিয়া দের সর্ব মোট ৬০-৭০ লক্ষ টাকা আগুনে পুড়ে ছার খার হয়েছে।এবিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছি,বৈদ্যুতিক সর্ট সারর্কেটে থেকে অন্গিকান্ডের সূএ পাত,তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এই মূহুর্তে বলা যাচ্ছে না। সরজমিনে দেখা যায় উক্ত মার্কেটে পন্ডিত ফারর্মেসী পুড়ে সার খার হলেও ফারর্মেসী তে থাকা একটি আল-কোরান পরর্বতীতে অক্ষত অবস্থায় পাওয়া যায়। ক্ষতিগ্রস্ত ভারাটিয়া হলেন মমিনুর ইসলাম (মনোহারি দোকান মিজানুর রহমান মিজু(মনোহারী দোকান)খোরশেদ আলম খুসু(ভ্যারাইটিস্ স্টোর) পারভেজ (ঔষধ ফারর্মেসী) অলি আহম্মেদ (খাদ্য শ্যস্য গোডাউন) শাহীন তালুকদার (রড় সিমেন্ট দোকান) সহ আরো ক্ষুদ্র ব্যবসায়ী দের অনেক ক্ষতিগস্থ হয়েছে বলে সরজমিন গিয়ে জানা যায়।