রাজশাহীর তানোর উপজেলায় ২০২৫ সালের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ মে) বিকেলে তানোর সরকারি খাদ্য গুদাম চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের শুভ সূচনা করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মলিউজ্জামান সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) মুকুল টুডু, কামারগাঁ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) আতিক রহমান, তানোর চাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিন সরকার রঞ্জু এবং সমিতির কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী জামিলুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাইস মিলের মালিকগণ, গণমাধ্যমকর্মী এবং প্রান্তিক পর্যায়ের কৃষকেরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও লিয়াকত সালমান বলেন, “সরকার কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এতে কৃষকেরা ন্যায্য দামে ফসল বিক্রির সুযোগ পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। তানোর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুকুল টুডু জানান, ২০২৫ সালের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের আওতায় এ উপজেলায় অটো ও হাস্কিং মিল থেকে ৬২০ মেট্রিক টন চাল প্রতি কেজি ৪৯ টাকা দরে এবং কৃষকদের কাছ থেকে ১,০৭২ মেট্রিক টন ধান প্রতি কেজি ৩৬ টাকা দরে সংগ্রহ করা হবে। তিনি আরও বলেন, “আজ সোহেল নামের এক কৃষকের কাছ থেকে ২ টন ধান ক্রয়ের মধ্য দিয়ে ধান সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। ধান-চাল সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত। উল্লেখ্য, সরকার কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রতিবছর নির্দিষ্ট সময়কালের জন্য অভ্যন্তরীণ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে থাকে। এবারের বোরো মৌসুমেও সেই ধারাবাহিকতায় মাঠ পর্যায়ের কৃষকেরা সরকারি গুদামে সরাসরি ধান বিক্রির সুযোগ পাচ্ছেন, যা কৃষকদের জন্য একটি বড় সহায়ক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।