বান্দরবানের লামা উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের চাউলও চেয়ারম্যানের পেটে

মোহাম্মদ হাছান প্রকাশিত: ১৬ জুন , ২০২৪ ০৯:০৪ আপডেট: ১৬ জুন , ২০২৪ ০৯:০৪ এএম
বান্দরবানের লামা উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের চাউলও চেয়ারম্যানের পেটে
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল ১০টা থেকে ইউনিয়নটিতে ১২শ মানুষকে ভিজিএফের চাউল বিতরণ শুরু হয়। সরকারি নিয়মে জনপ্রতি ১০কেজি করে চাউল দেওয়ার কথা থাকলেও না মেপে বালতি করে ৭-৮ কেজি ভিজিএফের চাউল বিতরণ করা হয়। যারা চাউল নিয়েছে তারা চাউল নেওয়ার পর নিজেরা বাইরে মেপে দেখে চাউল কম।

বান্দরবানের লামা উপজেলায় ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহারের জনপ্রতি ১০ কেজি ভিজিএফ চাউল বিতরণে কম দিয়ে আত্মসাথের অভিযোগে ছবি ও ভিডিও ধারণ করায় চেয়ারম্যানের হামলায় এক সাংবাদিক আহত হয়েছে। এসময় এই সাংবাদিকদের ২টি মোবাইল ও আইডি কার্ড ছিনিয়ে নেয়। ১৫ জুন'২০২৪ শনিবার বেলা ১১টায় লামার আজিজনগর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল ১০টা থেকে ইউনিয়নটিতে ১২শ মানুষকে ভিজিএফের চাউল বিতরণ শুরু হয়। সরকারি নিয়মে জনপ্রতি ১০কেজি করে চাউল দেওয়ার কথা থাকলেও না মেপে বালতি করে ৭-৮ কেজি ভিজিএফের চাউল বিতরণ করা হয়। যারা চাউল নিয়েছে তারা চাউল নেওয়ার পর নিজেরা বাইরে মেপে দেখে চাউল কম।

এই বিষয়ে আজিজ নগরের স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ বলেন, প্রধানমন্ত্রীর উপহারের চাউল দশ কেজি করে পাওয়ার কথা থাকলেও পরে চাউল মেপে দেখি ৮ কেজির মতো হবে।

আরো জানা গেছে, এই অভিযোগ স্থানীয়রা সাংবাদিকদের জানালে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে ভিজিএফের চাউল কম দেওয়ার ছবি ও ভিডিও করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ইউনিয়নটির চেয়ারম্যান জসিম উদ্দিন সাঙ্গু পত্রিকার সাংবাদিক বেলাল আহম্মদকে অশালিন ভাষায় গালাগালি করে, পরে তার ক্যাডার স্থানীয় মিন্টু দাশ, মোঃ রাশেদ, মোঃ জসিম উদ্দিন, ইমরান, ওমর হাসান হিমেল, মোঃ শাহিনসহ ১০-১৫জন হামলা চালায় এবং ২টি মোবাইল ও আইডি কার্ড ছিনিয়ে নেয়। এসময় আত্মরক্ষার্থে বেলাল একটি দোকানে আশ্রয় গ্রহন করলে আজিজ নগর পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ আলী এসে বেলালকে ও তার একটি মোবাইল উদ্ধার করে।

এই বিভাগের আরোও খবর

Logo