কেন্দুয়ায় ৪৮৯৩৫ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন-এ প্লাস ক্যাপসুল

কোহিনূর আলম প্রকাশিত: ১৭ মার্চ , ২০২৫ ১৫:০০ আপডেট: ১৭ মার্চ , ২০২৫ ১৫:০০ পিএম
কেন্দুয়ায় ৪৮৯৩৫ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন-এ প্লাস ক্যাপসুল
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৪৮ হাজার ৯ শত ৩৫ জন শিশুকে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে খাওয়ানো হয়েছে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৪৮ হাজার ৯ শত ৩৫ জন শিশুকে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে খাওয়ানো হয়েছে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল ।  গত শনিবার (১৫ মার্চ) উপজেলার ১৩টি ইউনিয়নের মাধ্যমে কেন্দুয়া পৌরসভাসহ ৪৯ হাজার ৪ শত ৩০ জন শিশুর লক্ষ্যমাত্রা নিয়ে এ ক্যাম্পেইন পরিচালিত হয় ।  তবে কান্দিউড়া ইউনিয়ন ও মাসকা ইউনিয়নের মাধ্যমে কেন্দুয়া পৌরসভায় মোট ১৫টি স্থায়ী ইপিআই কেন্দ্রে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয় বলে নিশ্চিত করেন উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক ।   এ বছর উপজেলায় ৬-১১ মাস বয়সী শিশুর টার্গেট ছিলো ৫ হাজার ২ শত ৫০ শিশু । এর মধ্যে অর্জিত সংখ্যা ৫ হাজার ১ শত ৯৭ এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর টার্গেট ছিলো ৪৪ হাজার ১ শত ৮০ । এর মধ্যে প্রাপ্ত সংখ্যা ৪৩ হাজার ৭ শত ৩৮ শিশু । ফলে প্রাপ্ত হার দাঁড়ায় ৬-১১ মাস বয়সী শিশুর ৯৮.৯৯% এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর ৯৯% ।   এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ নাঈম হাসান জানান, ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে যেতে হয় । যে সব শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে ক্যাপসুল খাওয়ানো হয় নি সে সব শিশুকে স্থায়ী ইপিআই কেন্দ্রে টিকা দেওয়ার সময় খাওয়ানো হবে । তিনি আরো বলেন, শিশুদের কান্নার সময় অথবা তাদের জোর করে ক্যাপসুল খাওয়ানো যাবে না ।

এই বিভাগের আরোও খবর

Logo