ভোলায় শহীদ শ্রমিকদল নেতা-কর্মীর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত ও আলোচনা সভায় শ্রমিকদল নেতৃবৃন্দ

শরীফ হোসাইন প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী , ২০২৫ ১৪:৪৮ আপডেট: ১১ ফেব্রুয়ারী , ২০২৫ ১৪:৪৮ পিএম
ভোলায় শহীদ শ্রমিকদল নেতা-কর্মীর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত ও আলোচনা সভায় শ্রমিকদল নেতৃবৃন্দ
গুম, খুন, হত্যার বহিঃপ্রকাশে ফ্যাসিস্ট হাসিনা পলিয়েছে


 ১৬ বছরের গুম, খুন, হত্যার বহিঃপ্রকাশে ফ্যাসিস্ট হাসিনার দেশ ছেড়ে পালিয়েছে। বেগম খালেদা জিয়া এদেশে কোনো রক্ত চক্ষুর কাছে যেমন মাথা নত করেন নাই, ঠিক তেমনি জননেতা তারেক রহমানও কারো কাছে মাথা নত করেননি। তিনি দেশের সকল রাজনৈতিক দল, সমস্ত সুশীল সমাজসহ সকলকে ঐক্যবদ্ধ করে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে ঝাপিয়ে পড়েছিলেন, তখন ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছেন। সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে ভোলা জেলা বিএনপি অফিস চত্বরে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায়, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাসের সার্বিক তত্বাবধানে জুলাই-আগস্ট চব্বিশের ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে শহীদ শ্রমিকদল নেতা-কর্মীর পরিবারের সদস্যদের সহিত সাক্ষাত ও আলোচনা সভায় কেন্দ্রীয় শ্রমিক দলের নেতৃবৃন্দ এসব কথা বলেন। বক্তারা আরো বলেন, দেশী-বিদেশী চক্রান্ত তথা ভারতের তত্বাবধানে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় এসেছিলো। সেই পরাধীনতার শৃঙ্খল থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য মাটি ও মানুষের মা আপোষহীন লৌহ মানব, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের ডাক দিয়েছিলো। সেই আন্দোলন ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত চলেছিলো। সেই আন্দোলন থামিয়ে দিতে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে, তার ছোট ছেলেকে হত্যা করে, বড় ছেলেকে বিদেশে পাঠিয়েও যখন আন্দোলন দমাতে পারছিলোনা তখন একটি মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে ফ্যাসিস্ট হাসিনা কারাগারে পাঠিয়েছিলেন। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতৃত্বে ১০ হাজার মাইল দুর থেকে এগিয়ে এসেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোলা জেলা শমিক দলের সভাপতি শহিদুল আলম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ঢাকা মহানগড় শ্রমিক দলের সদস্য সচিব মোঃ কামরুজ্জামান, সমাজতান্ত্রিদ দলের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, কবির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল কাদের বিপ্লব, চরফ্যাশন উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ প্রমূখ। অনুষ্ঠানে জেলা বিএনপি, উপজেলা বিএনপি, শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের কয়েকশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ তালুকদার। আলোচনা সভা শেষে জুলাই-আগষ্ট অভ্যুত্থানে নিহত সদর উপঝেলার শহীদ শ্রমিক দেলোয়ার হোসেনের স্ত্রী ও শহীদ ইমনের মায়ের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন সকল অতিথিবৃন্দ।

এই বিভাগের আরোও খবর

Logo