ভেড়ামারায় অর্থ লোভী মিতুর ছলনায় সর্বশান্ত শরিফুল ইসলাম! পর্ব-১

মোঃ সাহেদ হোসেন প্রকাশিত: ৫ জুন , ২০২৪ ০৯:২৩ আপডেট: ৫ জুন , ২০২৪ ০৯:২৩ এএম
ভেড়ামারায় অর্থ লোভী মিতুর ছলনায় সর্বশান্ত শরিফুল ইসলাম! পর্ব-১
কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়ন এর চরপাড়া গ্রামের মহিদুল সর্দার এর মেয়ে মর্জিনা খাতুন মিতুর ছলনায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদাশামুখদিয়া তালবাড়িয়ার মতিয়ার রহমান এর সন্তান শরিফুল ইসলাম মিতুর ছলনায় তাকে বিয়ে করেন। মিতু সুকৌশলে মতিয়ারের টাকা পয়সা লুফে নিয়ে কিক আউট করার অভিযোগ পাওয়া গেছে।

কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়ন এর চরপাড়া গ্রামের মহিদুল সর্দার এর মেয়ে মর্জিনা খাতুন মিতুর ছলনায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদাশামুখদিয়া তালবাড়িয়ার মতিয়ার রহমান এর সন্তান শরিফুল ইসলাম মিতুর ছলনায় তাকে বিয়ে করেন। মিতু সুকৌশলে মতিয়ারের টাকা পয়সা লুফে নিয়ে কিক আউট করার অভিযোগ পাওয়া গেছে।

এবিষয়ে মিতুর মোবাইল নম্বরে একাধিক বার ফোন করলেও রিং না ধরায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। কাজি জগতের নানা অভিযোগে অভিযুক্ত কাজি শফি ডিভোর্স এর কাগজপত্র দেখাতে না পারলেও তিনি বলেন, ডিভোর্স পেপার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর নিকট পাঠিয়েছেন।

কিন্তু পরিষদের চেয়ারম্যান বলেন, কোন নোটিশ বা চিঠি আসেননি। ইতিমধ্যে সব লুফে নিয়ে নতুন ঘর বাধার চিন্তায় বিভোর মিতু।  জাতীয় কবি নজরুল ইসলাম যথার্থই বলেছিলেন " নারী নাহি হতে চায় শুধু একা কারো, এরা দেবী, এরা লোভী, যত পূজা পায় এরা চায় তত আরো! ইহাদের অতিলোভী মন"....।

বর্তমানে প্রতিবন্ধী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন শরিফুল ইসলাম। মিতুর ছলনায় কিভাবে সর্বশান্ত হলেন শরিফুল ইসলাম তা জানতপ এবং তাকে সার্বিক সহায়তা এবং মিতুর ছলনায় তার দুর্বিষহ জীবন কাহিনি নিয়ে ২য় পর্ব দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুকসহ বিভিন্ন পত্রিকায়।

এই বিভাগের আরোও খবর

Logo