টঙ্গীবাড়িতে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে প্রতিবাদ সমাবেশ

অধীর চন্দ্র দাস প্রকাশিত: ২৮ আগস্ট , ২০২৪ ১৬:৪৯ আপডেট: ২৮ আগস্ট , ২০২৪ ১৬:৪৯ পিএম
টঙ্গীবাড়িতে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে প্রতিবাদ সমাবেশ
জেগেছেরে জেগেছে ছাত্র জনতা জেগেছে ,লেগেছেরে লেগেছে বুকে আগুন লেগেছে উক্ত স্লোগানের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত করার দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশের এক বিশাল রেলি বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

আজ দুপুর ০১ টা থেকে মুন্সিগঞ্জের  টঙ্গীবাড়ি উপজেলাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফ্যাসিস্টদের মদদপুষ্ট কতিপয় আনসার সদস্যদের রক্তাক্ত হামলার প্রতিবাদ, ষড়যন্ত্রকারী সাবেক ডিজি সহ সকলের বিচার ও প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেগেছেরে জেগেছে ছাত্র জনতা জেগেছে ,লেগেছেরে লেগেছে বুকে আগুন লেগেছে উক্ত স্লোগানের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত করার দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশের এক বিশাল রেলি বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ সমাবেশ থেকে শাওন বলেন, এই বাংলার মাটিতে ফ্যাসিবাদের কোন ঠাঁই নাই। বাংলার মাটি থেকে ফ্যাসিস্টদের উৎখাত করতেই হবে। রক্ত যেহেতু দিয়েছি প্রয়োজনে আরো রক্ত দিব তবুও বাংলার বুক থেকে ফ্যাসিবাদ মুক্ত করে ছাড়বো। আনসার সদস্যদের রক্তাক্ত হামলার প্রতিবাদ এবং ষড়যন্ত্রকারী সাবেক ডিজিসহ সকলের বিচার ও প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবি জানাই।



এই বিভাগের আরোও খবর

Logo