২৫ ফেব্রুয়ারি থেকে সাজেক পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

মোঃ কামরুল ইসলাম ফয়সাল প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১২:৫৯ আপডেট: ২৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১২:৫৯ পিএম
২৫ ফেব্রুয়ারি থেকে সাজেক পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
২৫ ফেব্রুয়ারি থেকে সাজেক পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্র এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ কথা জানানো হয়েছে। সোমবার সাজেকের পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় একপাশ পুড়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯০-৯৫ টির বেশি রিসোর্ট, ঘরবাড়ি, রেস্তোরাঁ ইত্যাদি আগুনে পুড়ে গেছে বলে উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয়দের নিকট হতে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এ অবস্থার খাগড়াছড়ি জেলা প্রশাসন এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ এর মাধ্যমে পর্যটক গমনের উপর সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার অনুরোধ করা হয় । সোমবার রাতে রাঙ্গামাটি জেলা প্রশাসন এ ভ্রমন নিরুৎসাহিতকরণ পত্র জারী করে ।

এই বিভাগের আরোও খবর

Logo