লোহাগাড়ায় ইউপি সদস্যসহ তিনজনকে হামলার প্রতিবাদে মানববন্ধন

ফাহাদ ইবনে হাশেম প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী , ২০২৪ ১৫:৩০ আপডেট: ২৮ ফেব্রুয়ারী , ২০২৪ ১৫:৩০ পিএম
লোহাগাড়ায় ইউপি সদস্যসহ তিনজনকে হামলার প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রামের লোহাগাড়ায় চরম্বা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ হোসেন, চরম্বা আতিয়ার পাড়া ইয়ং স্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক জহির হোসেন এবং যুবলীগ নেতা খানে আলমের উপর হামলার প্রতিবাদে জড়িতদের গ্রেফতার পুর্বক কঠোর শাস্তির দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকার জনসাধারণ।

চট্টগ্রামের লোহাগাড়ায় চরম্বা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ হোসেনচরম্বা আতিয়ার পাড়া ইয়ং স্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক জহির হোসেন এবং যুবলীগ নেতা খানে আলমের উপর হামলার প্রতিবাদে জড়িতদের গ্রেফতার পুর্বক কঠোর শাস্তির দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকার জনসাধারণ।

মঙ্গলবার (২৭ফেব্রুয়ারী) সকালে চরম্বা দিঘীর কোণ এলাকায় চরম্বা ইউনিয়ন পরিষদ এবং চরম্বার সর্বস্তরের সাধারণ সচেতন নাগরিক পরিষদের ব্যানারে আয়োজিত  মানববন্ধন বক্তব্যে রাখেন চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিনউপস্থিত ছিলেন চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বিমোল কিশোর চৌধুরীচরম্বা আতিয়ার পাড়া ইয়ং স্টের ক্লাবের সভাপতি জাহিদ হোসেনচরম্বা ইউপি সদস্য সৈয়দ হোসেনমনির উদ্দিনকালু মিয়াশওকত আলমজসিম উদ্দিন হেলালীমোঃ সোলাইমানওসমান গনিমহিলা মেম্বার মমতাজ বেগম  ছকিনা বেগমসহ চরম্বার সর্বস্তরের সাধারণ সচেতন নাগরিকবৃন্দরা।

বক্তারা জানানশান্তিপ্রিয় এলাকায় অশান্ত করতে জায়গাজমি সংক্রান্তের ঘটনায় বিরোধীয় সমাধানে ইউপি মেম্বার সৈয়দ হোসেন গ্রাম পুলিশ  দফাদারকে নিয়ে বিরোধীয় জায়গায় বাঁধা প্রদান করলে প্রতিপক্ষরা ইউপি সদস্য সৈয়দ হোসেনসহ তিনজনকে হামলা করে। আমরা দ্রুত  ঘটনায় জড়িত প্রদীপ দেএয়াকুব মেস্ত্রীসহ জড়িত আসামীদের কে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানাচ্ছি।

উল্লেখ্য২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় চরম্বা ইউপি মেম্বার সৈয়দ হোসেনচরম্বা আতিয়ার পাড়া ইয়ং স্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক জহির হোসেন এবং যুবলীগ নেতা খানে আলমের উপর অতর্কিতভাবে হামলার ঘটনায় এলাকার প্রিয়তোজ চৌধুরী বাদি হয়ে ১২জনকে আসামী করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করে। যাহার মামলা নং ২৩/৫৩২৫/০২/২০২৪ইং

লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানানআসামীদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে

 

এই বিভাগের আরোও খবর

Logo