বান্দরবানে বন্য হাতির আক্রমনে কৃষক ও বিদ্যুতায়িত হয়ে হাতির মৃত্যু

আব্দুল আওয়াল আলিফ প্রকাশিত: ৮ জানুয়ারী , ২০২৫ ০৯:২৪ আপডেট: ৮ জানুয়ারী , ২০২৫ ০৯:২৪ এএম
বান্দরবানে বন্য হাতির আক্রমনে কৃষক ও বিদ্যুতায়িত হয়ে হাতির মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে এক কৃষক মারা গেছে। এছাড়া বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে এক মা হাতির মৃত্যু হয়েছে।

গত সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ৩ নম্বর ফাঁসিয়া খালীর ৪ নম্বর ওয়ার্ড কুমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরিদুল আলম (৪৪) ইউনিয়নটির বিছন্যার ছড়া এলাকার মৃত আলী আহম্মদের ছেলে।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের দফাদার মো. আলী আকবর জানান, গত রাতে কৃষক ফরিদুল আলম তার ধানখেত পাহারা দেওয়ার সময় বন্য একদল বন্য হাতি আক্রমণ করে, পরে তাকে সেখানে থেকে উদ্ধার করে কক্সবাজারের চকরিয়া হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, স্থানীয়রা ধানখেত রক্ষার জন্য বন্য হাতি তাড়াতে বিদ্যুতের সংযোগ দেন, সেখানে বিদ্যুতায়িত হয়ে মা হাতির মৃত্যু হয়েছে। মৃত হাতিটির বয়স আনুমানিক ৩০ বছর হবে বলে ধারণা করছেন বন বিভাগ কর্মকর্তারা।

এই বিষয়ে লামা বন বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, কুমারী এলাকায় হাতির আক্রমণে এক কৃষক ও একটি হাতির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি, সরকারি নিয়ম অনুসারে নিহতের পরিবারকে সহায়তা প্রদান করা হবে। হাতির ময়না তদন্তের জন্য নমুনা চট্টগ্রাম পাঠানো হবে।

জানা যায়, বাংলাদেশের বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা ২০২১ অনুযায়ী, বন্যপ্রাণীর আক্রমণে কোন ব্যক্তি নিহত হলে তার পরিবারকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে।
বন্যপ্রাণীর আক্রমণে গুরুতর আহত ব্যক্তির ক্ষেত্রে অনধিক এক লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার বিধান রয়েছে।

প্রসঙ্গত, বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়া খালী ইউনিয়নে বন্য হাতির আবাসস্থল হারিয়ে যাওয়া ও খাদ্য সংকটের কারনে বন্য হাতি লোকালয়ে চলে আসে এবং হাতির আক্রমনে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে।

এই বিভাগের আরোও খবর

Logo