বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য, চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আমীর এবং চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আমিরুজ্জামান বলেন, নতুন প্রজন্ম ছাত্রজনতার ত্যাগ ও কোরবানির বিনিময়ে দেশের ১৮ কোটি মানুষ মুক্তি পেয়েছে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ তৈরি করতে হবে। হাজার হাজার শহীদ ও পঙ্গু এবং আহতদের জন্য এখনো পর্যন্ত দেশ ও জাতি কিছু দিতে পারেনি। তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় কোনো স্বৈরাচার ও মাফিয়া চক্র যাতে ছিনিয়ে নিতে না পারে সেজন্য সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতিকে সুফল লাভ করতে হলে আগামী দিনে কোরআন ও সুন্নাহ’র আলোকে দেশকে গড়ে তোলতে হবে। তাহলেই জনগণের কাঙ্খিত সৎ ও যোগ্য দেশ প্রেমিক নেতৃত্ব গড়ে তোলতে হবে।
মঙ্গলবার (১ জুলাই) নগরীর দেওয়ান বাজারস্থ চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে কেন্দ্র ঘোষিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুদের স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলে কোরআনের শিক্ষা আলোচনা করেন ড. মাওলানা আব্দুল মোতালেব। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা এবিএম ছিদ্দিকুল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে মাস ব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচী জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুদের স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মোহাম্মদ ইউনুছ, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান।উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ সভাপতি মকবুল আহমদ,সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী প্রমুখ।
সভাপতির বক্তব্যে মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর নজরুল ইসলাম বলেন, অবিলম্বে জুলাই অভ্যুত্থানের শহীদদের খুনী আওয়ামীলীগ ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মানুষের বাকস্বাধীতা ও মৌলিক মানবাধিকার ফিরিয়ে দিতে হবে। শহীদ আবু সাঈদ, শান্ত, ফারুক হোসেন, ওয়াসিম আকরামসহ সকল শহীদদের ত্যাগের চেতনায় জুলাই ঘোষণাপত্র ও সনদ তৈরি করতে হবে। ভোটের মর্যাদা ও দলের মর্যাদা রক্ষার জন্য পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।